সেমিফাইনালে জোকোভিচ

IMG-20250605-WA0281

সার্বিয়া: ফরাসি ওপেন যত এগোচ্ছে তত নিজের সেরাটা বার করে আনছেন নোভাক জোকোভিচ। রেকর্ড ২৫টি গ্র্যান্ড স্ল্যাম জেতার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেলেন সার্বিয়ার খেলোয়াড়। বুধবার রাতে আলেকজান্ডার জেরেভকে হারালেন ৪-৬, ৬-৩, ৬-২, ৬-৪ গেমে। সেমিফাইনালে তাঁর সামনে বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনার। এই নিয়ে ৫১তম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালে উঠলেন জোকোভিচ। জ়েরেভের বেসলাইনের মোকাবিলা করতে নিজের খেলার কৌশলই পাল্টে ফেলেছিলেন। অনেক বেশি বৈচিত্র দেখা গিয়েছে তাঁর খেলায়। জ়েরেভের সঙ্গে মুখোমুখি সাক্ষাতে ৯-৫ এগিয়ে গেলেন জোকোভিচ। সুরকির কোর্টে নামার আগে দু’টি প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিদায় নেন জোকোভিচ। তবে ফর্ম ফিরে পেয়েছেন একেবারে আসল সময়েই। রোলঁ গারোজের আগে জেনেভায় ১০০তম ট্যুর খেতাব জিতেছেন। আপাতত সুরকির কোর্টে টানা ন’টি ম্যাচ জিতে ফেললেন। এই বছর অস্ট্রেলিয়ান ওপেনে এই জেরেভের বিরুদ্ধেই সেমিফাইনাল ম্যাচ চোটের কারণে ছেড়ে দিতে হয়েছিল জোকোভিচকে। বাঁ পায়ের পেশিতে টান লাগার জেরে খেলতেই পারেননি। কিন্তু এই গ্র্যান্ড স্ল্যামে তাঁর খেলায় এখনও খুব বেশি খুঁত পাওয়া যায়নি। ২০২৩ সালের ইউএস ওপেনে শেষ গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন জোকোভিচ। খেতাব জয়ের সামনে আপাতত তাঁর বাধা সিনার এবং সম্ভাব্য ফাইনালিস্ট কার্লোস আলকারাজ।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement