বডিগার্ড লাইনে ঝুলন্ত দেহ উদ্ধার

IMG-20240910-WA0019

কলকাতা শহরের বুকে পুলিশকর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। আলিপুর বডি গার্ড লাইনে ওই পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। বেশ কিছুদিন ধরে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে সূত্রের খবর। বুধবার বিকেলের পরে তাঁর দেহের খোঁজ মেলে।
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম সুখলাল মুর্মু। তিনি এএএসআই ৩২৩৫ চতুর্থ ব্যাটালিয়ন পদে কর্মরত ছিলেন। ওই ব্যক্তি ২৬ তারিখ থেকে নিখোঁজ ছিলেন বলে জানা গিয়েছে। ওই পুলিশ কর্মী পুরুলিয়ার মানবাজারের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, একটি সুইসাইড নোট পাওয়া গেছে যা থেকে জানা গেছে হতাশা থেকে বাম হাতের শীরা কেটে আত্মহত্যা করেছেন নাকি হত্যা তা জানতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সূত্রের খবর, ওই কনস্টেবলের দেহর পাশ থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। তাতে লেখা, নিজেই নিজেকে শেষ করে দিয়েছেন। সহকর্মীদের অনেকের দাবি, ওই হাতের লেখাটি মৃত পুলিশ কর্মীরই।
তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাবে না বলে জানিয়েছেন পুলিশের কর্তারা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement