মঙ্গলবার রাতে কেউ বার কারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংসদের ঘর ভাঙচুর করেছে বলে অভিযোগ পড়ুয়াদের। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে পদক্ষেপের দাবি জানিয়েছেন পড়ুয়ারা। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ইঞ্জিনিয়ারিং শাখার ছাত্রছাত্রীদের সংগঠন ফেটসু। ক্যাম্পাসে তাদের ইউনিয়ন রুম রয়েছে। সূত্রের খবর, ওই ঘরে তালা দেওয়ার ব্যবস্থা নেই। বুধবার সকালে স্নাতক স্তরের এক পড়ুয়া হস্টেল থেকে বাড়ি যাওয়ার সময় দেখতে পান ফেটসুর ইউনিয়নের ঘর ভাঙচুর করা হয়েছে। ক্যাম্পাসে নিরাপত্তারক্ষী এবং সিসি ক্যামেরা থাকার পরেও কী ভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর। পড়ুয়াদের তরফ থেকে দুষ্কৃতীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়ার দাবি উঠেছে। যাতে আর কখনও এই ধরনের ঘটনা না ঘটে তা নিশ্চিত করার দাবি তুলেছেন তাঁরা।
পড়ুয়াদের কারও কারও দাবি, এক যুবককে সিসি টিভিতে দেখা গেছে। অভিযোগ ওই যুবক তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত। ওই যুবক ভাঙচুরের ঘটনায় জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন পড়ুয়াদের একাংশ। যদিও ছাত্র সংসদের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগে কোনও সংগঠনের কথা উল্লেখ নেই।