কুমারগ্রাম ব্লকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

IMG-20250603-WA0338

কামাখ্যাগুড়ি: বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল ১৮টি পরিবার। কুমারগ্রাম ব্লকের ঘোড়ামারা চৌপথীতে তৃণমূলের ব্লক কার্যালয়ে ওই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক, আইএনটিটিইউসি’র জেলা সভাপতি বিনোদ মিঞ্জ, তৃণমূলের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায় সহ অন্যরা। জানা গিয়েছে, খোয়ারডাঙা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৭টি পরিবার এবং এনকেএস গ্রাম পঞ্চায়েতের ১টি পরিবার এদিন আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেছে। এই যোগদানের ফলে কুমারগ্রাম ব্লকে দলের শক্তিবৃদ্ধি হল বলে শাসক দলের নেতৃত্ব জানিয়েছে। এদিন তৃণমূলের কুমারগ্রাম ব্লক কার্যালয়ে নবাগতদের হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি সহ অন্যরা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement