২৮ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার

bangladesh-people-cover

কোচবিহার: ইতিপূর্বে অবৈধভাবে ভারতে ঢুকে হরিয়ানায় ইটভাটায় কাজ করেছেন। র্দীর্ঘদিন ভারতে থাকার পর বাংলাদেশে যাওয়ার পথে একসাথে ২৮ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে দিনহাটা থানার আইসি জয়দীপ মাদকের নেতৃত্বে পুলিশ এদেরকে শহরের স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে। এই বাংলাদেশি নাগরিকদের মধ্যে ১১ জন পুরুষ ছাড়াও ৯ জন শিশু এবং ৮জন মহিলা রয়েছে। শুক্রবার এদের আদালতে তোলা হয়। জানা গিয়েছে, প্রায় ২২ বছর আগে এরা ভারতে প্রবেশ করেছিল। তারা ইটভাটায় শ্রমিক হিসাবে হরিয়ানায় কাজ করত। অবৈধভাবে ভারতে বাংলাদেশী নাগরিকদের বসবাসের বিরুদ্ধে গোটা দেশজুড়ে অভিযান শুরু হয়েছে। বাংলাদেশের এই নাগরিকরা হরিয়ানা থেকে এরা বিহারে এসে গত প্রায় দশ মাস ধরে সেখানে থাকে। এরা বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে দিনহাটায় এলে স্টেশন সংলগ্ন এলাকায় তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেই ধরে ফেলে। এদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় বলে জানা গিয়েছে। বাংলাদেশী এই নাগরিকদের মহন্মদ ঈশা, মমিনা বিবি জানিয়েছেন, আমরা জানতে পেরেছি যারা বাংলাদেশী নাগরিক তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাই আমরা দিনহাটা দিয়ে যাওয়ার উদ্দেশ্যেই আসি। আমাদের পুলিশ ধরে ফেলেছে। দীর্ঘ কয়েক বছর ভারতের হরিয়ানায় ইটভাটায় কাজ করার পর বাড়ি ফিরতেই একসাথে ২৮ জন পুলিশের জালে ধরা পড়ার ঘটনায় যথেষ্ট আলোড়ন ছড়িয়ে পড়েছে।জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোপালকৃষ্ণ মিনা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, পুলিশের নাইট পেট্রোলিং এর সময় দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকায় এদেরকে দেখতে প্রায় পুলিশকর্মীরা।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তারা বাংলাদেশী নাগরিক। তারা দীর্ঘ দিন হরিয়ানায় ইটভাটায় কাজ করেছে। সেখান থেকে বিহার এরপর তারা এ দিন রাতে কোচবিহার হয়ে দিনহাটায় আসে। ৯ জন শিশু এবং আটজন মহিলা সহ মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement