আর্জেন্টিনার দল ঘোষিত

IMG-20250531-WA0309

বুয়েনস আইরেস: জুনে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আসন্ন ম্যাচগুলোর জন্য আর্জেন্টিনার দল ঘোষণা করা হয়েছে। স্কোয়াডে কিছু নতুন মুখ থাকলেও প্রাথমিক তালিকা থেকে চারজন পরিচিত খেলোয়াড় বাদ পড়েছেন। চোটের কারণে দলের বাইরে রয়েছেন নটিংহ্যামফরেস্টের মিডফিল্ডার নিকোলাস দমিনগেজ এবং লিভারপুলের মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। কৌশলগত কারণে আলেহান্দ্রো গারনাচো ও ভ্যালেনতিন কাস্তেইয়ানোস দল থেকে বাদ পড়েছেন। তবে দলে ফিরেছেন লিওনেল মেসি। নতুন করে স্কোয়াডে যুক্ত হয়েছেন কিছু তরুণ খেলোয়াড়। মাত্র ১৭ বছর বয়সে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন রিভার প্লেটের ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ক্লাবে তার অসাধারণ পারফরম্যান্স নজর কেড়েছে জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির। মাস্তানতুয়োনোর পাশাপাশি এনজো বারেনেচিয়া, কেভিন লোমোনাকো এবং মারিয়ানো ত্রোইলোকে প্রথমবার জাতীয় দলে ডাকা হয়েছে।
আর্জেন্টিনা স্কোয়াড:
এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ(গোলরক্ষক), নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালার্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, মারিয়ানো ত্রইলো, কেভিন লোমোনাকো, নিকোলাস তাগলিয়াফিকো,
ভ্যালেন্তিন বারকো

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement