বিক্ষোভের হাত থেকে বাঁচিয়ে কাজকর্ম সচল রাখতে এবার পুলিশ প্রশাসনকে চিঠি এসএসসির। কারণ, গত প্রায় একমাস ধরে এসএসসি অফিসের সামনে একাধিক সংগঠনের তরফ থেকে চলছে অবস্থান-বিক্ষোভ। তার জেরে কাজ ব্যাহত হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের। এদিকে অবিলম্বে দফতর সচল করতে স্কুল সার্ভিস কমিশন। আর সেই কারণেই এসএসসি অফিসকে সচল রাখতে পুলিশ প্রশাসনের সাহায্য চেয়ে চিঠি গেল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে।
বিশেষত নিয়োগ দুর্নীতির ঘটনাকে কেন্দ্র করে এসএসসি অফিসে গত একমাসে একাধিকবার ঘেরাও হয়েছে। আগামী দিনে এই ধরনের কর্মসূচি চলতে থাকলে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে তাতে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়। তাই এসএসসি অফিসের যাওয়ার ও বেরোনোর গেট সচল রাখার জন্য অনুরোধ জানিয়ে রাজ্য পুলিশকে চিঠি এসএসসি পাঠানো হল চেয়ারম্যানের তরফ থেকে।
এএসসি সূত্রে খবর, এসএসসি অফিসের কর্মচারিদের কাজ করতে যাতে কোন অসুবিধা না হয় তা নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। সূত্রের খবর, এই চিঠিতে চেয়ারম্যান রাজ্য পুলিশ প্রশাসনকে জানান, প্রায় গত এক মাস ধরে তিনি দফতরে যেতে পারছেন না এই অবস্থান বিক্ষোভের জন্য। তার জেরে কাজ ব্যাহত হচ্ছে বিশেষ ভাবে। নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবার পর একাধিক কাজ এসএসসি দফতরকে করতে হবে।