মুম্বাই: স্ত্রী আয়েশা মুখার্জির সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ানের। ছেলে থাকে মায়ের সঙ্গে অস্ট্রেলিয়ায়। বাবার থেকে বহু দূরে জোরোভার। সন্তানের জন্য মন কেমনের অনুভূতি কাজ করে শিখর ধাওয়ানের হৃদয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শিখর ধাওয়ান তাঁর ছেলেকে নিয়ে আবেবপ্রবণ, ”কুড়ি বছর পরে আমার ছেলের বয়স হয়ে যাবে ৩১-৩২। ছেলেকে পরামর্শ দিয়ে বলব, যাই করো না কেন, সুখী হও। আর সুখী হওয়ার জন্য নিজের অন্তরের দিকে তাকাও। তোমার ত্রুটিগুলোকে চিহ্নিত করো, শক্তিগুলোকে চেনো, এবং নিজেকে আরও বেশি করে শক্তিশালী করে তোলো।ছেলের উদ্দেশে ধাওয়ানের সংযোজন, ”এখন আমি ছেলের সঙ্গে কথা বলতে পারছি না। এটা খুব একটা বড় বিষয় নয়। ছেলের সঙ্গে আমি যেন আধ্যাত্মিকভাবে কথা বলছি। আমি ওকে জড়িয়ে ধরছি, ভালবাসছি।ছেলেকে কাছে না পাওয়ার যন্ত্রণা ফুটে ওঠে ধাওয়ানের কথায়। তিনি বলেন, ”আমি ওকে বলতে চাই, তোমার সঙ্গে রয়েছে তোমার বাবা। যখন ও এখানে আসার শক্তিঅর্জন করবে এবং যদি আমার সঙ্গে থাকতে চায়, আমি সর্বদা ওর সঙ্গেই রয়েছি।