দুর্নীতির প্রশ্নে বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সভা থেকে বাংলার তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মোদীকে চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “সাহস থাকলে টিভি চ্যানেলে মুখোমুখি বসুন, ইট ইজ মাই ওপেন চ্যালেঞ্জ টু ইউ।”
এদিন মুখ্যমন্ত্রীর কথায়, “মণিপুর গত দু’বছর ধরে জ্বলছে। নিজেদের ব্যর্থতা দূর করুন।”
নারী নিরাপত্তার প্রশ্নে এদিন আবার তিনি বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকারের একের পর এক ঘটনার কথা তুলে ধরেছেন। তিনি আরও বলেন, “আমাদের বাংলায় নারী সবচেয়ে বেশি সুরক্ষিত। আপনি কী করেছেন ? যারা মহিলাদের সঙ্গে অসম্মানজনক আচরণ করেছে আপনি তাদেরকে বিজয়ীর মতো ঘুরিয়েছেন। সোশাল সিকিউরিটি বাংলায় যেমন আছে তেমন সারা বিশ্বে কোথাও নেই।”
মমতা আরও প্রশ্ন ছুড়ে দেন মোদীকে। বলেন, “এত বছর ধরে রাজত্ব করছেন, দেশকে কী দিয়েছেন?”
খানিক থেমে জবাবও দিয়েছেন মমতা নিজেই, “মোদীজির পলিসি হল ডিভাইড এন্ড রুল। আলিপুরদুয়ারের মানুষের ওপর যদি বিশ্বাস থাকত, তাহলে অসম থেকে লোক নিয়ে আসতে হত না। উত্তরবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছে, ওনার প্রতি মানুষের কোনও বিশ্বাস নেই।”