কাশ্মীরে জঙ্গি হামলার পালটা পাকিস্তানকে শিক্ষা দিতে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেখানে হিন্দু নিধনের প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদের ঝড়। বাংলার তৃণমূল সরকারও লাগাতার এর নিন্দা করেছে, অপারেশন সিঁদুর নিয়ে সেনার প্রশংসা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরও বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জনসভা থেকে বাংলার তৃণমূল সরকারকে নানা ইস্যুতে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর সভা শেষের পরই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী। পাল্টা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দিয়ে অপারেশন সিঁদুরের মতো ‘অপারেশন বাংলা’র কথা উল্লেখ করেছেন।
সুকান্ত এদিন মুর্শিদাবাদের অশান্তির কথাও তুলে ধরেন। তাঁর দাবি, বেছে-বেছে হিন্দুদের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। ঠিক কাশ্মীরে যেমন বেছে-বেছে হিন্দু নিধন করেছিল জঙ্গিরা। মুর্শিদাবাদের ঘটনা ও কাশ্মীরকে মিলিয়ে তিনি বলেন, “কয়েকদিন আগে মুর্শিদাবাদে গিয়ে দেখছি বাড়ি জ্বালিয়ে দিয়েছে। এদের দোষ মাথায় সিঁদুর আর গলায় তুলসীর মালা পড়ে। তাই এখন কাশ্মীর আর মুর্শিদাবাদ এক হয়ে গিয়েছে। ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করতে হবে।”