হাজার রোবটিক স্পাইন সার্জারির সাফল্য মণিপাল হাসপাতালের

IMG-20250528-WA0241

প্রায় দুই বছরে, বেসরকারি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী বেঙ্গালুরুর হসপিটাল মণিপাল ইনস্টিটিউট অফ রোবোটিক স্পাইন সার্জারি বিভিন্ন ধরনের শিড়দাঁড়ার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য এনে দিয়েছে। চিকিৎসক এস বিদ্যাধরা প্রথম ২০১৯ সালে রোবোটিক স্পাইন অপারেশন সার্জারি শুরু করেন। চিকিৎসকের হাত ধরে দেড় বছরে প্রায় এক হাজার অস্ত্রোপচার করে ফেলেছেন তিনি। কলকাতায় এসে তিনি জানালেন, এই চিকিৎসায় পশ্চিমবঙ্গের প্রায় ৫৭৪ জন রোগী নতুন জীবন পেয়েছেন। ন্যূনতম ক্ষত এবং নির্ভুল পদ্ধতিতে পরিচালিত এই অস্ত্রোপচার শিশুদের মধ্যে ৯০% ক্ষেত্রে ডিফর্মিটির সমস্যায়, যুবকদের মধ্যে ডিস্ক হার্নিয়েশন, মধ্যবয়সীদের ক্ষেত্রে ডিস্ক হার্নিয়েশন ও প্রবীণদের মধ্যে ক্যানাল স্টেনোসিস ও ডিফর্মিটি চিকিৎসায় এই সার্জারি হয় বলে জানান চিকিৎসক।
বুধবার সাংবাদিক বৈঠকে চিকিৎসক সম্পূর্ণ বিষয়টি পরিসংখ্যান সহ বিশদে তুলে ধরেন। তারা জানায়, মানুষের মেরুদণ্ডের ব্যথা সারিয়ে নতুন করে বাঁচার আশা খুঁজে পেয়েছেন এবং একই সঙ্গে নতুন করে হাসতে শিখেছেন, নতুন করে শক্তি পেয়েছেন।
গত ২ বছর ধরে রোবোটিক সার্জারির ফলে ১০০০ রোগীর চিকিৎসা হয়েছে।
একই সঙ্গে যোগ করেন, ৫০% কোলসিস আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে। মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য হাসপাতালে চিকিৎসা হচ্ছে। রোবোটিক সার্জারি করা হচ্ছে। খুব কম টাকায় আমরা উন্নত পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। দক্ষিণ ভারতের মনিপাল হাসপাতালেই একমাত্র এই চিকিৎসা করে হয়ে থাকে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চেষ্টা চলছে যত তাড়াতাড়ি সম্ভব এই চিকিৎসা ব্যবস্থা পশ্চিমবঙ্গের শুরু করার জন্য। এখনও পর্যন্ত রোবটিক স্পাইন সার্জারি ভারতে শুধুমাত্র বেঙ্গালুরুচে করা সম্ভব হচ্ছে।হাসপাতালে মেরুদন্ড সার্জারির ক্ষেত্রে ২০১৮ থেকে পরিষেবা দেওয়া হচ্ছে। রোগীর ঘাড় থেকে শিরদাঁড়া পর্যন্ত সার্জারি করার সময় যে স্ক্রু দিতে হয় সেই জায়গায় ৯৮% রোগীর সার্জিকাল কোনো সমস্যা হয় না।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement