নিজের নির্বাচনী ক্ষেত্র ভবানীপুরে শীতলা মন্দিরে উপস্থিত হয়ে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাৎসরিক শীতলা পুজোর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, বাংলা চিরকালই ধর্মনিরপেক্ষতাকে গুরুত্ব দিয়েছে।
ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ হোক।’ এহেন পরিস্থিতিতে ভবানীপুরের শীতলামন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বললেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম মানুষকে আপন করে নেয়, কাউকে ছিনিয়ে নেয় না।’
মুখ্যমন্ত্রী বলেন, “আমরা কলকাতায় যে ভাষায় কথা বলি, সেই ভাষার পাশাপাশি নানা স্থানীয় ভাষাও বাংলার নিজস্বতা বহন করে। আমাদের এখানে উৎসবের অভাব নেই, পুজো, মেলা, খেলা – সবই আমাদের জীবনের অঙ্গ। ধর্ম যার যার নিজের, কিন্তু উৎসব সবার।”
তিনি যোগ করেন, পাড়ায় পাড়ায় শীতলা পুজো কিন্তু হয়। এমন কোনও এলাকা নেই, যেখানে এই শীতলা পুজো হয় না। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হয়। আমি যে পাড়াটায় থাকি, সেখানেও ছোটবেলা থেকে শীতলা পুজো হয়। আমি জানি। কারণ সেদিন আমাদের বাড়িতে রান্না হয় না। আগের দিন রান্না করে রাখে।…মা সকলকে ঠান্ডা রাখেন। শান্ত রাখেন। সুস্থ রাখেন। মা সকলকে ব্যাধি থেকে নিরোগ করেন। তাই মা শীতলার নামটার সঙ্গে এমন কোনও পাড়া নেই, যারা পরিচিত নন। তিনি আরও বলেন, ‘আমাকে এই মন্দিরটি খুব আকর্ষণ করে। আমি মাঝে মাঝেই সুযোগ পেলে চলে আসি।’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ধর্ম মানে মানবিকতা, মনুষ্যত্ব, সমাজ শিক্ষা ও ভালোবাসা। ধর্ম মানুষকে আপন করে এবং সকলকে মিলেমিশে থাকতে শেখায়। ধর্মের মধ্যে দিয়েই সাংস্কৃতিক চর্চা হয়।”