কালীঘাটের সামনে চাকরিহারাদের বিক্ষোভে বুধবার সকাল থেকে উত্তেজনা ছড়াল। বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাতে থাকলে পুলিশি ধরপাকড় শুরু হয়। প্রিজন ভ্যানে তোলা হয় তাঁদের। এদিন চাকরিহারা শিক্ষকদের একাংশ হাজরা মোড় থেকে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। তবে জমায়েত হওয়ার পরই সেখান থেকে তাঁদের আটক করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে হাজরা মোড়ে তীব্র উত্তেজনা তৈরি হয়।
নতুন করে যে ১হাজার ৮০৩ জনকে বাদ দেওয়া হয়েছে এদিন তাদের পক্ষ থেকেই মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হয়েছিল। যদিও মিছিল শুরুর মুখেই পুলিশ তাঁদের আটক করে।
এক বিক্ষোভকারী বলেন, “আমরা কিন্তু নট স্পেসিফিক্যালি টেন্টেড। আমাদের বিরুদ্ধে দুর্নীতি এখনও প্রমাণ হয়নি। কিন্তু আমরা স্কুলে যেতে পারছি না, আমরা বেতনও পাচ্ছি না।”
তাঁদের বক্তব্য, ১৮০৩ জন মতো ‘নট স্পেসিফিক্যালি টেন্টেড’ শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাঁরা স্কুলে যেতে পারছেন না, তাঁরা বেতনও পাচ্ছেন না। তাঁদেরই একাংশ বুধবার সকালে কালীঘাটের অদূরে হাজরা মোড়ের সামনে বিক্ষোভ দেখান।