অগ্নি নির্বাপন ব্যবস্থায় জোর দিতে বিধানসভায় নয়া বিল আনা হবে

IMG-20250528-WA0268

একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শহরে। প্রতিটি ক্ষেত্রেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন। এই পরিস্থিতিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঠেকাতে অগ্নি নির্বাপণ ব্যবস্থায় জোর দিচ্ছে রাজ্য। এ ব্যাপারে বুধবার কলকাতা পুরসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত হল রাজ্যস্তরের বিশেষ বৈঠক। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, কৃষি মন্ত্রী প্রদীপ মজুমদার, বিদ্যুৎ ও আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান৷ ছিলেন দমকলের ডিজি রণবীর কুমার, রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম, পুর ও নগরোন্নয়ন দফতরের সচিব খলিল আহমেদ এবং কলকাতার নগরপাল মনোজ ভার্মা৷
বৈঠকে বিভিন্ন দফতরের মন্ত্রী, পুলিশ এবং দমকল ও তাদের প্রাথমিকভাবে কী কী করণীয় সেগুলি বলা হয়৷ গুরুত্ব পেয়েছে ফায়ার অডিট, ফায়ার ড্রিল, ফায়ার ফাইটিং সিস্টেম৷ বিভিন্ন দফতরের অনুমোদনের ক্ষেত্রে সবটা খতিয়ে দেখা এবং বেআইনিভাবে রুফটপ বিক্রি নিষিদ্ধ করার মতো বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে৷
ফিরহাদ হাকিম বলেন, “অগ্নি নির্বাপণ নিয়ে আগেই মুখ্যমন্ত্রী টাস্ক ফোর্স গঠন করে দিয়েছেন। সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আমরা একসঙ্গে ফায়ার ফাইটিং অ্যাকশন করতে চাইছি। তাই সবাইকে নিয়ে একটা পলিসি তৈরি করতে হবে। আজকের বৈঠকে সকলের মতামত নিয়ে খসড়া আলোচনা হল। ৩০ দিনের মধ্যে এনিয়ে চূড়ান্ত মিটিং করে সেটা পলিসি আকারে ক্যাবিনেটে জমা দেওয়া হবে।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement