স্মাইল প্লিজ! ঠোঁটের কোণে শিশুর যে অমলিন হাসি লেগে থাকে তা বাধা হয়ে দাঁড়ায় কল্যাফ্ট-এর সমস্যায়। জন্মকালীন এই সমস্যা থেকে কল্যাফ্ট সার্জারির মাধ্যমে সমাধান করতে বেসরকারি হাসপাতাল টেকনো ডামার সঙ্গে যৌথভাবে কাজ করে চলেছে মুথুট পাপাচান ও মিশন স্মাইল। ২০১৪ সালে কেরালা থেকে যে কাজ শুরু হয়েছিল বর্তমান সময়ে তা ১৩ রাজ্যে ছড়িয়ে পড়েছে। সোমবার কলকাতায় বাইপাসের এক হাসপাতালে সাংবাদিক বৈঠকে এই বিষয়ে উপস্থিত হয়েছিলেন অসমের প্রাক্তন ডিজিপি জয়ন্ত নারায়ণ চৌধুরী, মুথুট পাপাচান গ্রূপের প্রশান্ত কুমার নেল্লিকাল, হাসপাতালের মেডিকেল ডিরেক্টর সৌরভ ঘোষ, হাসপাতালের সিইও মোনা সরকার, মিশন স্মাইলের সিইও কনরড ডেনিস, প্লাস্টিক সার্জেন চিকিৎসক মনীশ মুকুল ঘোষ, মুথুট ফিনকর্প-এর রাজ্য প্রধান সৌমেন বন্দোপাধ্যায়, মিশন স্মাইল পার্টনারসিপ্ ডিরেক্টর দলিপ পান্ডে।
এদিন জানানো হয়, কলকাতায় ৪টি সেন্টার রয়েছে। ৩ বছরে ৩০০ সার্জারি করা হয়েছে। জেলার প্রান্তিক শিশুদের বিনামূল্যে ঠোঁটের সার্জারি করা হয়। শুধু তাই নয় যাওয়া আসার সব খরচ বহন করা হয়। রাজ্যের কোনো হাসপাতালে এই সার্জারি যেহেতু করা হয়না ফলে সরকারের সঙ্গে যৌথ ভাবে এই কাজ করার পরিকল্পনা রয়েছে আগামী দিনে। অসমের গুয়াহাটিতে এই সার্জারির জন্য গত ১৫/১৬ বছর ধরে একটি সরকারি হাসপাতালে পরিষেবা দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন।
চিকিৎসক সৌরভ ঘোষ উল্লেখ করেন, হাসপাতালে অ্যাডভান্স ক্যাথ ল্যাব, ব্রেন চিকিৎসা, রোবোটিক সার্জারির মতো পরিষেবা চালু করা হয়েছে। আগামী ৩০ বছরে রোগী পরিষেবায় আরও উন্নতি ঘটবে।