মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই চাকরিহারা শিক্ষকরা সরব

IMG-20250527-WA0277

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করবে সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই চাকরিহারা শিক্ষকদের তরফে রাকেশ আলম, হাবিবুল্লা, বৃন্দাবন ঘোষ দাবি করেন, বিজ্ঞপ্তি জারির আগে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান।
চাকরিহারারা সাংবাদিক বৈঠক করে বললেন, “মুখ্যমন্ত্রীর প্রেস বিবৃতি দেখে আমাদের মনে হল সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা ঘোষণা করলেন।”
তাঁরা বলেন, ‘দুর্নীতি এড়িয়ে যাওয়ার মানসিকতা এ দিন দেখতে পেলাম। রিভিউ-এ লড়তে হবে এবং চাকরি ফিরিয়ে দিতে হবে। সরকারের যোগ্যদের বাঁচানোর আরও জায়গা ছিল। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ফের পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া অসম্ভব। বিজ্ঞপ্তি জারির আগে যাতে আমাদের সঙ্গে আলোচনা করা হয় সে জন্য আগেও আমরা আবেদন করেছিলাম।’
যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে চাকরিহারারা বলেন, “আমরা কখনও চাইনি যে বিজ্ঞপ্তি জারি হোক। মুখ্যমন্ত্রী যে সুপ্রিম কোর্টের রায়ের কথা বললেন, সেখানে এত ডিটেলস নোটিফিকেশন দেওয়ার কথা বলা হয়নি। আমাদের একটা আশঙ্কা ছিল, সরকার আমাদের পরীক্ষার দিকে নিয়ে যেতে চাইছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়ায়, সেই আশঙ্কা সত্যি যাচ্ছে। আমাদের মনে হচ্ছে, যোগ্যদের ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে।”
তাঁদের দাবি, ‘তাঁদের একাধিক প্রশ্ন রয়েছে। যেমন ওবিসি মামলা এখনও আদালতে বিচারাধীন। সেক্ষেত্রে ওবিসিদের জন্য আলাদা কোনও ছাড় আদৌ দেওয়া হবে কি না।’ সুপার নিউমেরিক পোস্ট অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ তৈরি করে তাঁদের চাকরি দেওয়ার ব্যবস্থা করার কথাও এ দিন শোনা যায় চাকরিহারাদের কণ্ঠে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement