তিনটি নাকা চেক পয়েন্টের উদ্বোধন

IMG-20250527-WA0276

মালদহ: সম্প্রতি কয়েক বছরে জেলার ডাকাতি,খুন থেকে শুরু করে একাধিক দুষ্কৃতি মূলক কাজ কর্মে পাওয়া গেছে বিহার যোগ।বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা গুলি ক্রমশ দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠছে।দেদারে বিহার থেকে হচ্ছে আগ্নেয়াস্ত্র আমদানি।অন্যদিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। বাংলা বিহার সীমান্তের নিরাপত্তা জোরদার করতে এবার তৎপর জেলা পুলিশ। তিনটি নাকা চেক পয়েন্টের উদ্বোধন।বাংলা বিহার সীমান্তবর্তী বিভিন্ন এলাকার পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখলেন জেলা পুলিশ সুপার। সাথে বিভিন্ন সীমান্ত এলাকায় বাড়ানো হচ্ছে সিসিটিভির সংখ্যা। বিজেপি শাসিত বিহার থেকে বিজেপি চক্রান্ত করে দুষ্কৃতীদের পাঠিয়ে বাংলাকে অশান্ত করছে অভিযোগ তৃণমূলের। বাংলা অপরাধীদের স্বর্গরাজ্য পাল্টা বিজেপি। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিস্তীর্ণ অংশে রয়েছে বাংলা-বিহার সীমান্ত। সোমবার বিকেলে এই থানা এলাকার মুকুন্দপুর, কুশিদা এবং ভেলাবাড়ি তিনটি নাকা চেক পয়েন্টের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, চাঁচলের মহাকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার, জেলা পরিষদ সদস্য বুলবুল খান প্রমুখ। পুলিশের পক্ষ থেকে জানানো হয় দুষ্কৃতি মূলক কাজকর্মে রুখতে সীমান্তের নিরাপত্তা আরো জোরদার করা হচ্ছে। চলবে চিরুনি তল্লাশি। প্রসঙ্গত চলতি বছরের তৃণমূল নেতা বাবলা সরকারের খুন হোক বা এক বছর আগে চাঁচলের সোনার দোকানের ভয়াবহ ডাকাতি, মালতিপুরে ডাকাতি এবং সিভিক খুন প্রত্যেকটি ঘটনায় বিহার এবং ঝাড়খন্ড যোগ উঠে এসেছে।ডাকাতির ঘটনায় জেলা পুলিশের জালে এসেছে পূর্বাঞ্চলের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল বিহারের লালু সাহানি। জেলায় বিভিন্ন সময়ে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বিহার যোগ পাওয়া যাচ্ছে। তাই বিভিন্ন কথা মাথায় রেখে বাংলা বিহার সীমান্তে পুলিশের এই তৎপরতা। অন্যদিকে তৃণমূলের অভিযোগ বিজেপি শাসিত বিহার থেকে বিজেপি দুষ্কৃতীদের পাঠিয়ে ইচ্ছাকৃত ভাবে পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। কিন্তু পুলিশ তৎপর রয়েছে। অন্যদিকে বিজেপির দাবি বিজেপি শাসিত রাজ্যে পুলিশ প্রশাসন তৎপর। কিন্তু বাংলা দুষ্কৃতীদের স্বর্গরাজ্য। শুধু বিহার কেন বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা আসে বাংলার নিরাপত্তা বিঘ্নিত করছে। এর জন্য সম্পূর্ণ দায়ী তৃণমূল।শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement