আজ বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, শুক্রবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের ৭ জেলায়

IMG-20250526-WA0174

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে প্রায় সত্য় করেই সোমবার সকাল থেকে ছিল আকাশের মুখ ভার। এদিকে আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা সহ বিভিন্ন জেলায় লাগাতার এই বৃষ্টি হয় নিম্নচাপের জেরে।
সোমবার দক্ষিণবঙ্গে সোমবার মূলত আংশিক মেঘলা আকাশ থাকলেও গরম ও অস্বস্তির অনুভূতি ছিলই। সঙ্গে ছিল হালকা ঝোড়ো হাওয়া। তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন নেই। একইসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এও জানানো হয়, মঙ্গলবারও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। নয় জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। এর সঙ্গে উপকূলের জেলা কলকাতা,হাওড়া, হুগলি,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসও।
আলিপুর আবাহওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে,মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। তার প্রভাবে বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। শুক্রবার দক্ষিণের সাত জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কিছু অঞ্চলে একদিনে ২০০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। বর্ষা আসছে। অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা। মৌসুমী বায়ু অনুকূল পরিবেশ পেয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে। সঙ্গে এও জানানো হয়েছে আগামী ৩০ ও ৩১ মে উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা। যে কারণে কমলা সতর্কবার্তা জারিও করা হয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement