লুপ ব্রিজ পরিদর্শনে রাজু বিস্ত

IMG-20250524-WA0213(1)

রবিবার সকালে বাগড়া কোর্টের লুপ ব্রিজ পরিদর্শন করলেন সাংসদ রাজু বিস্ত। তিনি তার পরিদর্শকদের দিয়ে গোটা এলাকা পরিদর্শন করলে। জানালেন এই কাজ শেষ হয়ে গেলে এই এলাকায় পর্যটন শিল্পের একটা বিশাল দরজা খুলে যাবে। এমনিতেই সিকিমে আসতে পছন্দ করেন, পর্যটকেরা। প্রাকৃতিক বিপর্যয় যদি না ঘটতো তবে এতটা সমস্যা হতো না।কাজও তাড়াতাড়ি শেষ হয়ে যেত। তবে আমি খুশি যেভাবে চলছে, অথবা যেভাবে কাজ হচ্ছে আগামী দিনে খুব তাড়াতাড়ি এই কাজের সমাপন ঘটবে। এই ব্রিজ হয়ে গেলে পর্যটন শিল্পের ক্ষেত্রে একটা বিশাল দরজা খুলে যাবে। যেটা সিকিম লাভবান হবে পুরো বাণিজ্যিক দিক দিয়েও। এদিন সাংসদ প্রয়োজনীয় নির্দেশ দিয়ে জানালেন, আমার তরফ থেকে যতটুকু করতে পারা যায় আমি পরে দেব। শুধুমাত্র সময় লাগবে আর তারপর কাজও শেষ হয়ে যাবে।

যেটা সিকিমের ক্ষেত্রে আগামী ভবিষ্যতের জন্য পুরো দস্তুর কার্যকরী হবে। জানালেন সাংসদ রাজু বিস্ত। লুপ ব্রিজ যথেষ্ট আকর্ষণীয় হবে। তাই এখন থেকেই যারা কাজ করছে তাদের সতর্ক হয়ে কাজ করতে হবে। যাতে কোন ধরনের সমস্যার মধ্যে তাদের পড়তে না হয়, জানালেন সাংসদ।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement