পশুদের টিকাকরণ কর্মসূচি

IMG-20250524-WA0263

দিনহাটা: দিন কয়েক আগে দিনহাটার সিতাই ব্লকের ব্রহ্মত্তরচাত্রা গ্রামে একই পরিবারের তিনজনের মৃত্যু ছাড়াও বেশ কয়েকটি গবাদি পশু ও ছাগলের মৃত্যুর ঘটনায় পশুদের মধ্যে অ্যানথাক্স সংক্রমণ ধরা পড়তেই শুক্রবার থেকে ওই গ্রাম ও আশপাশ এলাকায় শুরু হয়েছে পশুদের টিকাকরণ কর্মসূচি। প্রথম দিনই প্রায় এক হাজার পশুর টিকাকরণ হয়। টিকা করেন কর্মসূচি আগামী কয়েক দিন চলবে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যে যারা মারা গিয়েছে তাদের পরিবারে যারা জীবিত রয়েছে তাদের ও আশপাশ এলাকার মানুষের লালা পরীক্ষার রিপোর্ট এলে পরবর্তীতে আরও সবকিছু পরিষ্কার হয়ে যাবে বলেও জানা গিয়েছে। এদিকে এদিন ওই গ্রামে গেলেন জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকদের পাশাপাশি ব্লক প্রশাসনের আধিকারিকরা। এদিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে জেলা প্রশাসন, ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্যদের উপস্থিতিতে বৈঠক হয়। সেখানে ওই এলাকায় মানুষকে আরও বেশি করে সচেতন করতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি কুমার আড়ি, অতিরিক্ত জেলা স্বাস্থ্য আধিকারিক কৌশিক চৌধুরী, অতিরিক্ত জেলাশাসক সৌমেন্দ্র দত্ত, সিতাই ব্লকের বিডিও নিবিড় মণ্ডল।সিতাই ব্লকের বিডিও নিবিড় মণ্ডল বলেন,”জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও অতিরিক্ত জেলাশাসকের উপস্থিতিতে বৈঠক হয়েছে। সেখানে ওই এলাকায় আরও বেশি করে মানুষকে সচেতন করা নিয়েও সিদ্ধান্ত হয়েছে।সিতাই ব্লক প্রাণিসম্পদ আধিকারিক প্রতাপ সিংহ জানিয়েছেন, ব্রহ্মত্তরচাত্রা গ্রামে বেশ কয়েকটি গবাদি পশুর মৃত্যুর ঘটনায় অ্যানথাক্স সংক্রমণ নিশ্চিত হতেই এ দিন থেকেই আশপাশ এলাকায় রিং ভ্যাকসিন শুরু হয়েছে। এ দিন ৯৫০ টির বেশি গবাদি পশুর ভ্যাকসিনেশন হয়েছে। আগামী কয়েক দিন ধরে এই ভ্যাকসিনের কর্মসূচি চলবে সংক্রমিত এলাকা ও আশপাশ গ্রাম গুলিতে। এ দিন এই ভ্যাকসিনেশনের সময় প্রাণিসম্পদ দফতরের ডেপুটি ডিরেক্টর মনোজ গোলদার উপস্থিত ছিলেন। তিনিও সবকিছু খোঁজখবর নেওয়া ছাড়াও সাধারণ মানুষের সাথেও কথা বলার পাশাপাশি সচেতন করেন।টিকাকরণের জন্য চারটি টিম সংক্রামক গ্রাম ও আশপাশ এলাকায় টিকাকরণের কাজ করছে। অ্যানথাক্স সংক্রমণ পশুদের মধ্য দিয়ে সাধারণ মানুষের শরীরেও ছড়িয়ে পড়তে পারে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশ গ্রাম গুলিতে টিকাকরণ শুরু হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি কুমার আরি বলেন,”ব্লক প্রশাসনের দফতরে প্রশাসনের আধিকারিকদের নিয়ে ওই এলাকায় মানুষকে আরও বেশি করে সচেতন করা নিয়ে একটি বৈঠক হয়েছে। এখন পর্যন্ত এলাকার মানুষের কোন অসুবিধা নেই। গবাদি পশুর অ্যানথাক্স পজিটিভ হওয়ায় ভ্যাকসিন শুরু হয়েছে। এলাকার মানুষের লালা পরীক্ষার রিপোর্ট আসতে কয়েক দিন সময় লাগবে। তবে মানুষের ক্ষেত্রেও যারা মারা গিয়েছে তাদের অ্যানথাক্স উড়িয়ে দিচ্ছি না।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement