দিনহাটায় সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় চাঞ্ছল্য

IMG-20250524-WA0261

দিনহাটা: দিনহাটায় সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ছাড়াও তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটল। শুক্রবার সকালে এই ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় সিপিএমের পক্ষ থেকে অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। জেলা সম্পাদক অনন্ত রায় বলেন,” সারা রাজ্যজুড়ে তৃণমূলের এটাই হল কালচার।” পাল্টা তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর বলেন,”সিপিএম নেতাদের গ্রহণ যোগ্যতা নেই, তাদের কেউ দেখতেও পারেনা। এই ঘটনা মানুষের ব্যক্তিগত আক্রোশ হতে পারে।জানা গিয়েছে, মাথাভাঙ্গায় ডিওয়াইএফ আই জেলা সম্মেলন উপলক্ষে জনসভায় বক্তব্য রাখেন সংগঠনের নেত্রী মীনাক্ষী মুখার্জি। তিনি মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে কটাক্ষ পূর্ণ বক্তব্য রাখেন। তারপরই এ দিন দিনহাটা শহরের হাসপাতাল মোড় এলাকায় সিপিআইএম এর দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটল। অভিযোগ, একদল যুবক তারা পার্টি অফিসের ভিতরে ঢুকে ভাঙচুর করে অফিসের দরজায় তালা ঝুলিয়ে দেয়। অভিযোগের তির উঠে তৃণমূলের দিকে। যদিও তৃণমূল দলের তরফ থেকে জানান হয়েছে ওই ভাঙচুরের ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়। সিপিআইএমের জেলা সম্পাদক অনন্ত রায় বলেন, “তৃণমূল দিনহাটার সিপিআইএমের দলীয় কার্যালয়ে একাধিকবার ভাঙচুর করেছে। তৃণমূলের কাছে গণতন্ত্রের কোন মর্যাদার জায়গা নেই। গোটা রাজ্য জুড়েই তৃণমূলের এটা কালচার। ওরা সমালোচনা সহ্য করতে পারে না। পুলিশের সামনেই এই ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ কোনই কাজ করেনি। প্রকৃতপক্ষে পুলিশ তৃণমূলের ক্রিমিনালদের ভয় পায়। মাথাভাঙ্গায় সম্মেলন চলছে। আমরা শনিবার সেখানে যাব এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেব। যদিও তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশু ধর, দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী জানিয়েছেন, সিপিআইএম অফিস ভাঙচুরের সঙ্গে তৃণমূলের কোন কর্মী জড়িত নেই। ওই দলের নেতাকর্মীদের সমাজে কোন গ্রহণযোগ্যতা নেই। এই ঘটনা মানুষের ব্যক্তিগত আক্রোশ থেকেও ঘটতে পারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং তালা নিয়ে কোন অভিযোগ এখনও জমা পড়েনি। অভিযোগ এলে অবশ্যই খতিয়ে দেখা হবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement