পাকিস্তানকে হুঁশিয়ারি অমিত শাহের

IMG-20250523-WA0235

অপারেশন সিন্দুরের ভূয়সী প্রশংসা করে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রয়ী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার নয়াদিল্লিতে বিএসএফের এক অনুষ্ঠান যোগ দেন তিনি। সেই অনুষ্ঠান থেকেই পাকিস্তানকে নিশানা করেন অমিত শাহ। তাঁর কথায়, বর্তমান সরকারের আমলে নিরাপত্তা দিক থেকে ভারতের জবাব দেওয়ার ধরন পাল্টে গিয়েছে। এর আগেও পাকিস্তান নানা ভাবে উস্কানি দিলেও, আগের সরকার কোনও জবাব দেয়নি বলে অভিযোগ শাহের। তিনি বলেন, “পাকিস্তান সন্ত্রাসবাদীদের উপর হামলাকে নিজেদের উপর হামলা বলে মনে করে।” একই সঙ্গে শাহ মনে করিয়ে দেন, ভারতের হানায় হত জঙ্গিদের শেষকৃত্যে উপস্থিত ছিলেন পাক সেনার আধিকারিকেরা। এই দুই উদাহরণ টেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারতে সন্ত্রাসবাদের মদতদাতা যে পাকিস্তান, তা স্পষ্ট হয়ে গিয়েছে।”পহেলগাঁও কাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে শাহ বলেন, “পাক মদতপুষ্ট জঙ্গিরা ধর্মপরিচয় জিজ্ঞাসা করে নিরীহ মানুষদের তাঁদের পরিবারের সামনেই খুন করেছিল। ‘অপারেশন সিন্দুর’ হল ওই হামলার জবাব। আজ বিশ্ব ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতার প্রশংসা করছে।” ভারতের জবাব দেওয়ার উদাহরণ দিতে দিয়ে উরির প্রসঙ্গও টেনে এনেছিলেন তিনি। ওই ঘটনায় ভারতীয় সেনাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। উরির প্রসঙ্গ টেনে অমিত শাহ এ দিন বলেন, ‘সেই প্রথম বারের জন্য আমরা জঙ্গিদের ঘাঁটিতে ঢুকে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছিলাম।’ পুলওয়ামার জঙ্গিহানার পরেও ভারত জবাব দিয়েছিল, সেই ঘটনার কথাও মনে করান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, এই অপারেশনের পর থেকে গোটা বিশ্ব ভারত ও ভারতের সেনার প্রশংসা করছে। তাঁর দাবি, ‘জঙ্গিদের উপর হামলাকে পাকিস্তান নিজের গায়ে মেখেছে। সেই কারণেই ওরা ভারতের নাগরিক এলাকায় হামলা করেছিল। তার জবাবেই আমরা ওদের এয়ারবেস ধ্বংস করেছি।’
২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন হওয়ার পর পরিস্থিতি বদলে যায় বলে জানান অমিত শাহ। উরির ঘটনা উল্লেখ করে তিনি বলেন, “ওরা আমাদের জওয়ানদের পুড়িয়ে মারার দুঃসাহস দেখিয়েছিল। আমরা তার পরেই প্রথম বারের জন্য জঙ্গিঘাঁটিতে ঢুকে জঙ্গিদের সমুচিত জবাব দিয়ে আসি।” প্রসঙ্গত, বৃহস্পতিবার পহেলগাঁও হামলার প্রত্যাঘাত নিয়ে রাজস্থানের বিকানেরের জনসভা থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, “ভারতমায়ের সেবায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকব। পহেলগাঁও সন্ত্রাসে ১৪০ কোটি দেশবাসী আহত হয়েছিল। কিন্তু সিঁদুর যখন বারুদে পরিণত হয়, তার পরিণতি কী হয়, তা দেখল গোটা বিশ্ব!” অপারেশন সিন্দুরকে ন্যায়ের নতুন মুখ বলে তাঁর তোপ ছিল, ‘রক্ত নয়, আমার ধমনীতে গরম সিঁদুর বইছে।’ ২২ এপ্রিলের হামলার ঘটনায় ২২ মিনিটে বদলা নেওয়া হয়েছিল বলেও তোপ দেগেছিলেন। প্রধানমন্ত্রী মোদীর সেই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। সে দেশের বিদেশ মন্ত্রকের দাবি, ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের কোনও ভিত্তি নেই। পাকিস্তানের দাবি, ভারতের প্রধানমন্ত্রীর মন্তব্য উস্কানিমূলক। কোনওরকম প্রমাণ ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে ভারত অভিযোগ করছে বলে ফের দাবি করা হয়েছে। পাকিস্তানের দাবি, ‘রাজনৈতিক কারণে এই অঞ্চলে অশান্তি বজায় রাখতে এমন বক্তব্য রাখা হয়েছে।’

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement