মুখ্যমন্ত্রী মানুষকে মিথ্যা আশ্বাস দিচ্ছেন: শুভেন্দু অধিকারী

IMG-20250523-WA0262

শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে এসেছিলেন কয়েকদিন আগে, আর এসেই মানুষকে মিথ্যে আশ্বাস দিয়ে বেশ কিছু মন ভোলানো কথা বলে চলে গেছেন। রাজ্যে এখন কাজকর্ম একেবারেই শিকেই উঠে গেছে ব্যবসা ও নেই। যুব সমাজ কোন পথে যাবে সেটা একমাত্র মানুষই বলতে পারবে। আর বলতে পারবে মুখ্যমন্ত্রী। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন, কিছু আশা এবং কিছু পাওয়ার জন্য। আর সেটা কোনভাবেই পাচ্ছেন না তারা, বিভিন্ন রকম প্রকল্প মুখ্যমন্ত্রী সূচনা করেছেন, কিন্তু তার মধ্যে কোন সততা নেই। বাংলার মানুষ বুঝতে পারছেন তাদের সাথে বঞ্চনা করা হচ্ছে, কিন্তু ক্ষমতায় তো তৃণমূল , কিছু করার নেই। এদিন শুভেন্দু অধিকারী আরো জানালেন আগামী ২০২৬ এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস আর এই বাংলায় থাকবে না। মানুষ নিজেরাই সরিয়ে দেবে তৃণমূলকে। আপনারা সবাই একটু অপেক্ষা করুন, বিজেপি ক্ষমতায় আসছে, আর সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের মাটিতে পা দিয়েছেন অনেকবার কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেননি। নিষ্ফল সবকিছু হয়ে গেছে। চাকরিজীবীরা রাস্তায় আবেদন করছে, যোগ্যতায় চাকরি চলে যাচ্ছে, প্রতিবাদ করতে গিয়ে মার খাচ্ছে এইতো সোনার বাংলার অবস্থা। মানুষকে বঞ্চিত করতে করতে তৃণমূল কংগ্রেস দলটাই একদিন উধাও হয়ে যাবে। বিজেপি বাংলায় মানুষকে নির্ভরতা দেবে। আর সেটা হবে ২০২৬ থেকে জানালেন শুভেন্দু অধিকারী। তিনি আরো জানালেন তৃণমূল কংগ্রেস এবং তাদের নেতৃত্ব নিজেরাই নিজেদের কবর খুঁড়ে ফেলেছে, আর সেই গর্তে ওরা নিজেরাই পড়বে আপনারা অপেক্ষা করুন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement