শিলিগুড়ি থেকে দিঘায় বাস সূচনা

IMG-20250523-WA0211

শিলিগুড়ি: একে দিঘা তারপর শব্দ নির্মিত জগন্নাথ দেবের মন্দির। উত্তরবঙ্গের মানুষের একটা আলাদা ইচ্ছে তো আছেই। তারপরে সবে নির্মাণ শুরু হয়েছে , মন্দির সম্পূর্ণ হয়েছে তবে কিছু কাজ বাকি আছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকেই শিলিগুড়ি থেকে দীঘা বাসের উদ্বোধন করে দিয়েছেন। আগে দীঘা সম্পর্কে একটা আলাদা টান আছে উত্তরবঙ্গের মানুষের মনে। তারপর সদ্য নির্মিত জগন্নাথ দেবের মন্দির মানুষকে একটা আলাদা ছেড়ে দিয়েছে। শিলিগুড়ি থেকে বাস ছাড়লে উত্তরবঙ্গে মানুষের জন্য একটা আলাদা সারপ্রাইজ হবে। এটাও মেনে নিয়েছেন গোটা উত্তরবঙ্গের মানুষ । শিলিগুড়ি মানুষের দীঘার প্রতি অনেকদিন ধরেই একটা আলাদা আকর্ষণ ছিল। যেটা মন্দির হওয়ার পরে অনেকটাই বেড়ে গেছে বলে ধারণা করছেন সাধারণ মানুষ। বাস যাত্রা নিয়মিত হয়ে গেলে অনেকটাই জনপ্রিয়তা বেড়ে যাবে দিঘার এই জগন্নাথ দেবের মন্দির এর। শিলিগুড়ি থেকে দীঘা ট্রেন চলছে অনেক দিন ধরেই, এবার বাস যাত্রা শুরু হয়ে গেলে মানুষের স্বাচ্ছন্দ অনেকটাই বাড়বে বলে দাবি করছেন দীঘা থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে দীঘা যাতায়াত করা যাত্রীরা। এর ফলে অনেকটাই পর্যটন কেন্দ্রের আকর্ষণ বাড়বে শুধু নয় ব্যবসায়িক ক্ষেত্রে এটার বৃদ্ধি ঘটবে বলে দাবি সেখানকার মানুষের।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement