মালদহ: ইংরেজ বাজারের মধু ঘাটে থাকা সিল্ক পার্ক-সহ জেলার রেশম শিল্পের পরিকাঠামো ঘুরে দেখলেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের বিশেষ সচিব দেবাশিস বন্দ্যোপাধ্যায়, বস্ত্র দফতরের নির্দেশক রাজীব ঘোষ-সহ আধিকারিকদের একটি দল। পাশাপাশি ওই আধিকারিকরা কালিয়াচকে গিয়ে সিল্কের সুতো উৎপাদনকারীদের সঙ্গেও কথা বলেন। পরে জেলাশাসকের অফিসে একটি প্রশাসনিক বৈঠক করেন তারা। মলদার নিস্তারি সিল্ক ইতিমধ্যে জিআইয়ের তকমা পেয়েছে। সেই সিল্ক সংক্রান্ত পরিকাঠামো খতিয়ে দেখলেন রাজ্য আধিকারিকদের একটি দল। ওই দলে রেশম বিভাগের উপ- অধিকর্তা রেশম (হেডকোয়ার্টার) সুপ্রতিম দাস, জেলা উপ অধিকর্তা সুরজিৎ চৌধুরী, কেন্দ্রীয় রেশম পর্ষদের পোস্ট কোকুন বিভাগের বিজ্ঞানী সুপর্ণা সাহা, জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মন্ডল সহ একাধিক আধিকারিক ছিলেন। বৈঠকে ছিলেন মালদহ সিল্ক ইয়ার্ন প্রডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা। তিনি বলেন, রাজ্য সরকারের হস্তক্ষেপে মালদহের ঐতিহ্যবাহী রেশম শিল্প ফের পুনরুজ্জীবিত হতে শুরু করেছে। বৃহস্পতিবার রাজ্য স্তরের সরকারি আধিকারিকরা সিল্ক সংক্রান্ত পরিকাঠামো খতিয়ে দেখলেন।