বেঙ্গল প্রো লিগে শিলিগুড়ির মেন্টর ঋদ্ধিমান সাহা

IMG-20250523-WA0223

শিলিগুড়ি: আগামী জুন মাস থেকে কলকাতায় শুরু হচ্ছে বেঙ্গল প্রো লিগ। আর এই প্রো লিগে শিলিগুড়ির মেন্টর হচ্ছেন ঋদ্ধিমান সাহা, এই কথা জানানো হয়েছে ।ঋদ্ধি বরাবরই ক্রিকেট নিয়ে থাকতে ভালোবাসেন। আর তিনি জানিয়েছেন, শিলিগুড়ি আমার শৈশবের শহর। তাই আমার প্রচন্ড ভালো লাগবে যদি আমি সত্যি সত্যি শিলিগুড়ির জন্য কিছু করতে পারি। ঋদ্ধি আরো জানিয়েছেন শিলিগুড়ির দলটা এবার যথেষ্ট ভালোভাবে তৈরি হয়েছে। আশা করি ওরা ভালো ফলাফল করবে। গতবার বেঙ্গল প্রো লিগে শিলিগুড়ি অসাধারণ পারফরম্যান্স না করতে পারলেও মনে গেঁথে গিয়েছিল শিলিগুড়ির খেলা। আর এবারও শিলিগুড়ি ভালো খেলবে, জানালেন পাপালি। তিনি আরো জানালেন এখন শিলিগুড়ি ক্রিকেটার মান অনেক বেড়ে গেছে , তাই ভালো খেলা আশা করছি আমরা। আমি আমার সর্বোচ্চ দিয়ে দেব, শিলিগুড়ির জন্য , জানালেন ঋদ্ধিমান সাহা। ঋদ্ধিমান সাহা আরো জানালেন প্রো লিগ যথেষ্ট আকর্ষণীয় হবে। এবং শিলিগুড়ি এবার নজর কারা ক্রিকেট খেলবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement