রাজা রামমোহন রায়ের জন্ম দিবস উপলক্ষে জাতীয় শিক্ষা নীতির বিরোধীতায় অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির রাজ্য শাখার পক্ষ থেকে একটি আলোচনা সভা আয়োজিত হল। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে প্রাক্তন আমলা জহর সরকার, শিক্ষাবিদ মিরাতুন নাহার, অধ্যাপক অলোক ব্যানার্জী, অধ্যাপক তরুণ নস্কর সহ বিশিষ্টরা জাতীয় শিক্ষা নীতির বিরোধীতা করে রাষ্ট্রীয় ভাষা হিন্দির পাশাপাশি দেশের বিভিন্ন ভাষাকে সংসদীয় মর্যাদা দেওয়ার দাবি জানালেন। এদিন জহর সরকার বলেন, অঙ্গন ওয়াড়ি কর্মীদের চাপ দেওয়া হচ্ছে হিন্দি ভাষার উপর কিন্তু তাঁদের শিক্ষার কোনও উন্নয়ন হয়নি। প্রাথমিক স্কুল গুলিতে এখনো শৌচালয় তৈরী হয়নি। নবম দ্বাদশ উচ্চ শিক্ষায় যে শিক্ষানীতি তৈরী হচ্ছে তাতে কোচিং সেন্টারের সংখ্যা বাড়বে। এই শিক্ষানীতির ফলে শিক্ষায় গেরুয়াকরণের অভিযোগ তুললেন প্রাক্তন আমলা। ধর্ম নিরপেক্ষ দেশে শিক্ষায় ধর্মের দাগ লাগছে। একইসঙ্গে যেভাবে সরকারি শিক্ষায় বেসরকারীকরণ করা হচ্ছে। দেশে একটি ধর্ম একটি ভাষা তৈরীর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন। জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে মীরাতুন নাহার জানান, এর ফলে শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় নেমে আসবে। গণতান্ত্রিক দেশে এক ভাষার শিক্ষা ব্যবস্থা চালু করার বিরোধীতাও করেন।