মালদহ: মর্মান্তিক ঘটনা। টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরে নিজের দাদার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দাদাকে খুন করল ভাই! চাঞ্চল্যকর এই অভিযোগকে ঘিরে রীতিমতো সোরগোল পড়ল পুরাতন মালদার মহিষবাথানী গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মহিষাবাথানীর বটতলা গ্রামে। ওই গ্রামের বাসীন্দা, পেশায় পরিযায়ী শ্রমিক যতন কোলেকে রবিবার রাতে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে খুন করার অভিযোগ ওঠে তার ভাই নন্দন কোলের বিরুদ্ধে। জানা গেছে, মৃত যতন কোলের বয়স ৫৪ বছর। তিনি অবিবাহিত। বেশির সময় বাইরের রাজ্যেই শ্রমিকের কাজ করেন। সম্প্রতি তিনি ভিনরাজ্য থেকে বাড়ি ফিরে এসেছিলেন। এরপর রবিবার সকালে টাকা পয়সা ও সম্পত্তি ‘ভাগাভাগি নিয়ে যতন ও নন্দন দুই ভাইয়ের মধ্যে বিবাদ বাধে। সকালে সেই বিবাদ মিটেও যায়। কিন্তু মনে মনে রাগ পুষে রাখে ভাই নন্দন কোলে। তাই রবিবার রাতে সে মদ্যপান করে বাড়ি ফিরে ঘুমন্ত দাদার গায়ের পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। আগুন ধরানোর পরপরই যতন আর্ত চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে গিয়ে তাকে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই খবর পেয়ে সোমবার মৃতের দিদি জলি কর্মকার ইটাহার থেকে ছুটে এসে গোটা ঘটনা জানিয়ে মালদা থানায় ভাই নন্দন কোলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার পেশ করে মালদা জেলা আদালতে। আদালতে যাওয়ার সময় ধৃত নন্দন কোলে পেট্রল ঢেলে দাদাকে খুনের কথা স্বীকার করে।