কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের ভল্কা-বারবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রামপুরের একটি শিশু আলয়ের নতুন ভবনের উদ্বোধন হল। এদিন দুপুরে শিলিগুড়ি সংলগ্ন ভিডিওকন গ্রাউন্ড থেকে ভার্চুয়ালি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে দক্ষিণ রামপুরের ওই শিশু আলয়টিও রয়েছে। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর এদিন ফিতে কেটে শিশু আলয়টির উদ্বোধন করেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা মৌমিতা চক্রবর্তী সহ অন্যরা। জানা গিয়েছে, ১১ লাখ টাকা ব্যায়ে ওই শিশু আলয়ের ভবনটি নির্মাণ করা হয়েছে। এখানে শিশুদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। এদিন আনুষ্ঠানিকভাবে শিশু আলয়ের ভবনটির উদ্বোধন হল। এতে খুশি এলাকার সাধারণ মানুষ।