কলকাতা: অপারেশন সিঁদুরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। সেই আক্রমণের সময় আতঙ্কিত হয়ে পড়েছিলেন কেকেআর তারকা মইন আলি। কারণ অপারেশন সিঁদুরের সময় পাক অধিকৃত কাশ্মীরেই ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। কীভাবে এই সংঘাতের পরিস্থিতি থেকে উদ্ধার পাবেন, সেই চিন্তায় কার্যত রাতের ঘুম উড়েছিল মইনের। গত ৬ এবং ৭ মে’র মধ্যবর্তী রাতে জঙ্গি দমনের জন্য অপারেশন সিঁদুর শুরু করে ভারত। সেইসময়েই পাক অধিকৃত কাশ্মীরে ছিলেন মইনের বাবা-মা। আতঙ্কের সেই সময়ের কথা বলতে গিয়ে ইংরেজ তারকা জানান, “অপারেশন সিঁদুরের সময়ে আমার বাবা-মা পাক অধিকৃত কাশ্মীরেই ছিলেন। যেখানে আক্রমণ হয়েছে, তার থেকে হয়তো ঘণ্টাখানেক দূরত্বে। পুরো বিষয়টায় আমাদের মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। তবে ওইদিনই ফেরার বিমান পেয়ে যায় মা-বাবা। হাঁফ ছেড়ে বাঁচি।” অপারেশন সিঁদুর এবং তারপরে ভারত-পাক সংঘাতের জেরে এক সপ্তাহ পিছিয়ে যায় আইপিএল। ভারত ছেড়ে ইংল্যান্ডে ফিরে যান মইনও। তারপর আর আইপিএল খেলতে আসেননি। সম্প্রতি একটি পডকাস্টে তিনি বলেন, “একেবারে পাগলের মতো অবস্থা ছিল। কাশ্মীরে জঙ্গি হামলার পর থেকে পরিস্থিতি খুব দ্রুত পালটে গেল, আর আমরা তার মাঝে পড়ে গেলাম। মিসাইলের আওয়াজ না শুনলেও মনে হচ্ছিল আমরা যুদ্ধের মধ্যেই রয়েছি। তার মধ্যে আবার ভারত ছেড়ে বেরনোর তোড়জোড়।” মইনের কথায়, আইপিএলে খেলা বিদেশিরা ভয় পাচ্ছিলেন তাঁদের দেশের ফেরার বিমান হয়তো বাতিল হয়ে যাবে। ইংরেজ তারকার মতে, ভারত-পাকিস্তান যুদ্ধ হবে কিনা সেই নিয়ে নানা মুনির নানা মত শুনেছিলেন তিনি। কিন্তু কার কথায় বিশ্বাস করা উচিত, সেটাই স্পষ্ট ছিল না তাঁর কাছে। ফলে কী করা উচিত সেটাও বুঝতে পারছিলেন না মইন। ইংরেজ তারকা আরও বলেন, ভারতীয় ক্রিকেটারদের অবস্থা কতখানি কঠিন, সেটা ভেবে তিনি যথেষ্ট চিন্তিত।