ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে শিল্পোন্নয়নে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনিয়োগ টানতে যেমন বিদেশ সফরে গিয়ে থাকেন, তেমনই প্রতি বছর রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সুযোগ পেলেই তিনি রাজ্যের শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসেন। সেই ধারা বজায় রেখেই সোমবার শিলিগুড়িতে তিনি শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। সোমবার মুখ্যমন্ত্রী ৩ দিনের সফরে উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী। দুপুরে পৌঁছন শিলিগুড়িতে। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে তিনি শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি বলেন, ‘কোনও কাজ ফেলে রাখবেন না। কিছু মাথায় এলে আমি চিরকুটে লিখে রাখি। সেটা না হওয়া পর্যন্ত থামি না।’ এক্সপ্যানশন বা বিস্তারের বার্তাও দেন মমতা। তাঁর মতে, এগিয়ে যাওয়ায় এটাই মন্ত্র। মমতা বলেন, ‘দার্জিলিং ঘিঞ্জি হয়ে গিয়েছে। নতুন দার্জিলিং বানান। কালিম্পং, কার্শিয়াং, সব কিছুরই এক্সপ্যানশন করুন। আপনাদেরই করতে হবে। আমরা আছি।’ নাম না করে বিজেপিকেও একহাত নেন মমতা। তাঁর কথায়, ‘বাংলাকে চেনেই না, বদনাম করে।’ এরপরই রাজ্যের সমর্থনে শিল্পপতিদের এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। জোরের সঙ্গে বলেন, ‘যাঁরা বাংলায় থাকেন, দীর্ঘদিন ধরে রয়েছেন, তাঁরা এর প্রতিবাদ করুন। সবাইকে বলুন, এ কথা মিথ্যা, বিশ্বাস করবেন না।’ মমতার সাফ কথা, কার কী ধর্ম, কে কী খাবে, কে কী পরবে, তা কেউ ঠিক করে দেবে না। নাম না করে সিপিএমকেও কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, ‘কিছু হলেই রাস্তায় বসে যাবে, বলবে কী করেছ? আরে তোমরা এতদিন কী করেছ?’ তাই বলছি কাজ চালু রাখতে হবে।’ জিএসটি আদায় নিয়ে হয়রানির অভিযোগ তোলেন এক শিল্পপতি। জানান, পুলিশের জন্যও সমস্যা হচ্ছে। মমতা বলে দেন, ‘রাজ্য জিএসটি নেয় না। পুলিশও কোনও ট্যাক্স নেয় না।’ আলাপচারিতার মাঝে ইন্ডাস্ট্রিয়াল হাবের জমির দাম কমানোর আর্জি শুনে রেগেও য়ান মুখ্যমন্ত্রী। সরাসরি বলে দেন, ‘সরকারের টাকা কোথা থেকে আসবে? কেন্দ্র কিছু দেয় না। সব টাকা আটকে রেখেছে। এর মধ্যে থেকে আমাদেরও তো করতে হবে। এত কিছু চাইবেন না। পারব না।’ দার্জিলিং টি নিয়ে অভিনব শিল্প আইডিয়াও দেন মমতা। ইদানীং দার্জিলিং ব্র্যান্ড ব্যবহার করে পড়শি দেশ চা-এর ব্যবসা করছে বলে অভিযোগ। মমতা বলেন, ‘সেই দেশের নাম বলব না। তবে বিষয়টা জানি। ওরা ভেজাল মিশিয়ে ব্র্যান্ডের নাম ব্যাবহার করে ব্যবসা করছে। টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছি। ওরা বিষয়টা দেখছে।’ এরপরই মমতা বলেন, এখন অরগ্যানিকের যুগ। অনেকেই সকালে গরম জল আর মধু খান। ওতে চা মিশিয়ে দিন, লেবু দিন। হয়ে গেল লেমন হানি টি।’