শিলিগুড়ি: বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানালেন। এদিন এয়ারপোর্টে নেমে তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণের সুরে বলেন রানীমা পাহাড়ে ঘুরতে আসেন। শুভেন্দু জানালেন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষিত ছেলেমেয়েদের অশিক্ষিত করতে যিনি বদ্ধপরিকর। শিক্ষিত ছেলে মেয়েদের ভাতা দিয়ে রাস্তায় নামাচ্ছেন। নিজেই জানেন না তিনি বাংলাকে কতখানি পিছনে ফেলে দিচ্ছেন। আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হার একেবারে নিশ্চিত। তাই এবার উঠে পড়ে লেগেছে তৃণমূল। যেভাবেই হোক তৃণমূল কংগ্রেস মানুষকে ঠকিয়ে ক্ষমতায় আসতে চায়। কিন্তু আর বেশি দিন থাকবে না, চলে যাবে অচিরে। আর বিজেপি আসবে ক্ষমতায়।
তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার খুব ভালো পদক্ষেপ করেছে। আরও আগে করা উচিত ছিল। আমি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বীনি বৈষ্ণবকে আবেদন করেছিলাম। সেই মতো তিনি বাংলাদেশের পাঁচটি ইউটিউব চ্যানেল বন্ধ করেছিলেন। পাহেলগাঁও হামলার পর পাকিস্তানি সন্ত্রাসের পক্ষে বাংলাদেশে মিছিল হয়েছে, সোশাল মিডিয়ায় পোস্ট হয়েছে। এদের আরও ভালো করে টাইট দিতে হবে।”
একইসঙ্গে টিটাগড় বিস্ফোরণ প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, ‘সমস্ত জায়গায় লুকিয়ে রয়েছে জিহাদিরা। সব জায়গায় খাগড়াগড়ের মতো বিস্ফোরণ হচ্ছে। এটা সম্ভব হয়েছে বর্ডারে কাঁটাতারের বেড়া নেই বলে। এখানে তৃণমূলের সরকার আছে বলেই, যারা পিএফআই সিমি তাদেরকে পেট্রোনাইজ করে। ফরাক্কার তৃণমূলের এমএলএ পিএফআই-এর প্যারেডে অংশগ্রহণ করে। সিমির মেম্বার ইমরান সাহেবকে তৃণমূল রাজ্যসভায় পাঠায়।
তিনি যোগ করেন, উত্তরবঙ্গে চোপড়া এবং সিতাই ছাড়া একটা সিটও তৃণমূল কংগ্রেস পাবে না।
এদিন বাগডোগরা বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান বিজেপি দার্জিলিং জেলা নেতৃত্ব।