শিলিগুড়ি: আজকে আসছেন মুখ্যমন্ত্রী, শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে ব্যবসায়ীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। সেটা দেখতে মেয়র গৌতমদেব দিয়ে দিনবন্ধু মঞ্চে উপস্থিত থেকে গোটা ঘটনা তদারকি করলেন। দীনবন্ধু মঞ্চের ভিতর এবং বাইরেটা নিজেই ঘুরে ঘুরে দেখলেন কোথায় কি হচ্ছে না হচ্ছে কোন জায়গা ঠিক নেই সেটাও পরীক্ষা করে দেখলেন। মেয়র জানালেন মুখ্যমন্ত্রী আসবেন, তাই একটা আলাদা প্রস্তুতি তো আছেই। মুখ্যমন্ত্রী ব্যবসায়ীদের জন্য কি কি নির্দেশ দেন সেটা দেখতেও তৈরি শিলিগুড়ির বাণিজ্য মহল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীনবন্ধু মঞ্চের ভাষণের দিকে তাকিয়ে আছে গোটা শহর শিলিগুড়ি। আর তার প্রথম ধাপ হলো দীনবন্ধু মঞ্চ। তাই আমি চেষ্টা করছি যতটা সম্ভব ঠিকঠাক ভাবে মঞ্চের কাজকর্মকে এগিয়ে নিয়ে রাখা যায়। এদিন গোটা দীনবন্ধু মঞ্চ জুড়ে ছিল নিশ্চিত নিরাপত্তা। কোথাও পোকা গোলাবার জায়গা ছিল না। গত পরশু থেকে দীনবন্ধু মঞ্চের বাইরে এবং ভিতরে সব জায়গার কাজ শুরু হয়ে গিয়েছিল। আজকে সকালে টা মোটামুটি শেষ পর্যায়ে পৌঁছে যায়। মেয়র নিজেই সকালে সন্ধ্যায় গো টা দীনবন্ধু মঞ্চের চত্বর ঘুরে দেখেন। প্রয়োজনীয় নির্দেশ দেন আধিকারিকদের। মেয়র জানালেন ভালো কাজ হয়েছে, মুখ্যমন্ত্রী আসার আগে সময় কম ছিল। তবুও চেষ্টা করেছি। সবাই মিলে ভাল কাজ করেছে।