আর্জেন্টিনা: পরের মরশুমে বেনফিকার জার্সিতে এঞ্জেল ডি মারিয়াকে আর দেখা যাবে না। পর্তুগালের ক্লাবে নিজের সেকেন্ড ইনিংস শেষ করার ঘোষণা করলেন ডি মারিয়া। নীল-সাদা জার্সিতে আগেই অবসর নিয়েছেন। এবার বেনফিকা ছাড়ার ঘোষণা করলেন। বেনফিকা ও ব্রাগার ম্যাচটি ১-১ গোলে শেষ হয়। শেষ ম্যাচে জেতা হল না ডি মারিয়ার। এবার খেতাব জয়ের সুযোগ ছিল বেনফিকার। কিন্তু স্বপ্ন ভাঙে তাদের। স্পোর্টিং লিসবন ২ পয়েন্ট বেশি পেয়ে খেতাব জেতে এবার। ২০০৭-এ বেনফিকায় যোগ দেন মারিয়া।২০১০ সালে বেনফিকা ছেড়ে রিয়াল মাদ্রিদে যান তিনি। ২০১৪ সালে রিয়াল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন মারিয়া। তার পরে বিভিন্ন ক্লাব ঘুরে ২০২৩ সালে বেনফিকায় ফিরে আসেন মারিয়া। দু’ বছর খেলার পরে বেনফিকা থেকে সরলেন তিনি। ৩০ জুন পর্যন্ত বেনফিকার সঙ্গে চুক্তি রয়েছে মারিয়ার। জুনেই ক্লাব বিশ্বকাপ। মারিয়া কি খেলবেন? সে কথা জানাননি তিনি। বেনফিকার হয়ে এখন পর্যন্ত ২১১ ম্যাচে ৪৭ গোল করেছেন এই শিল্পী উইঙ্গার।