জ্যোতিকে জেরায় চাঞ্চল্যকর তথ্য

IMG-20250518-WA0235

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির আভিযোগে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। শুরু হয়েছে জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করার কাজ। আর সেই জেরায় উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য।
পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর যখন চলছে সেই সময় ভারতের একের পর এক গোপন তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগ উঠেছে জ্যোতির বিরুদ্ধে। শোনা যাচ্ছে, নিজের ভিডিওতেই ফেঁসেছেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার।২০২৩ সালে, ভারতে পাক দূতাবাস কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে জ্যোতির আলাপ। ক্রমে ঘনিষ্ঠতা। এই দানিশকে ইতিমধ্যেই পাক দূতাবাসে থেকে গুপ্তচরবৃত্তির আড়ালে ভারত থেকে বের করে দিয়েছে নয়াদিল্লি। তাকে ‘পার্সোনা নন গ্রাটা’ অর্থাৎ অবাঞ্চিত ব্যক্তি বলে বিতাড়িত করেছে ভারত সরকার। দানিশ সম্পর্ক তদন্ত করতে গিয়েই প্রথমে জ্যোতির নাম পান তদন্তকারীরা। এই দানিশেরই ‘বিশেষ আমন্ত্রণে’ গত বছর পাক দূতাবাসে ইফতার পার্টিতে যায় জ্যোতি। এবং পুরো বিষয়টির ভিডিও করে সে। সেই ভিডিওটি দেখেই সন্দেহ হয় গোয়েন্দাদের।পরে তাঁর প্রোফাইল খুটিয়ে দেখা যায়, একাধিকবার পাকিস্তানে গিয়েছে জ্যোতি। ট্রাভেল ভিডিও বানানোর নামে পাকিস্তান গিয়ে জ্যোতি একাধিক আইএসআই এজেন্ট এবং কর্তার সঙ্গে দেখা করে। তাদের মধ্যে শাকির আর রান শাহবাজ নামের দুই পাক এজেন্টের সঙ্গে জ্যোতির নিয়মিত যোগাযোগ ছিল। পাক দূতাবাসের সদস্য দানিশ তো ছিলই। গত তিন বছরে হরিয়ানা এবং পাঞ্জাবে বড় চর নেটওয়ার্ক তৈরি করে জ্যোতি। গোপন সূত্রে খবর পেয়ে সম্প্রতি জ্যোতি ও আরও ৫ জনকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে তাঁদের। পুলিশি জেরায় জ্যোতি স্বীকার করেছেন, দানিশের সঙ্গে তাঁর আলাপ ছিল। দানিশের মাধ্যমেই বাকি সন্দেহভাজন পাক গুপ্তচরদের সঙ্গে আলাপ হয় জ্যোতির। পুলিশ এফআইআরে উল্লেখ করেছে, ২০২৩ সালে পাকিস্তানে ঘুরতে গিয়ে আলি এহওয়ানের সঙ্গে আলাপ হয় হরিয়ানার ধৃত সমাজমাধ্যম প্রভাবীর। পাকিস্তানে জ্যোতির থাকা এবং তাঁকে ঘোরানোর দায়িত্ব ছিল আলির উপর। আলির মাধ্যমেই পাকিস্তানি গুপ্তচর সংস্থার আধিকারিকদের সঙ্গে আলাপ হয় ভারতীয় সমাজমাধ্যম প্রভাবীর। এফআইআরে বলা হয়েছে, ওই সময় শাকির এবং রানা শাহবাজ় নামে দু’জনের সঙ্গেও আলাপ হয়েছিল তাঁর। এই দু’জনও পাক গুপ্তচর বলে সন্দেহ তদন্তকারীদের। গত কয়েক মাসে পাকিস্তান ভ্রমণ নিয়ে জ্যোতির ইউটিউব চ্যানেলে বেশ কিছু ভিডিয়ো প্রকাশিত হয়েছে। তাঁর গ্রেফতারির প্রসঙ্গে হরিয়ানার হিসার পুলিশের এক আধিকারিক বিকাশ কুমার জানিয়েছেন, জ্যোতিকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাঁকে জেরা করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement