সদ্য মা হয়েছেন বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি। ভারতীয় ক্রিকেটতারকা কে এল রাহুলের সঙ্গে তাঁর বিয়ে হয় ২০২৩ সালে। চলতি বছর মার্চ মাসে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আথিয়া। রবিবার ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি প্রকাশ করে রাহুল এবং আথিয়া জানিয়েছেন তাঁদের মেয়ের নাম— ইভারা। এরই মধ্যে সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হতে শুরু করলেন ইভারার দাদামশাই সুনীল শেট্টি। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল দাবি করেছিলেন, তাঁর মেয়ের মানসিক জোর খুব বেশি। তাই আরামদায়ক অস্ত্রোপচার পদ্ধতিতে সন্তানের জন্ম দিতে চাননি তিনি। বরং প্রসববেদনা সহ্য করেই মেয়ের জন্ম দিয়েছেন। সুনীল বলেন, “এই পৃথিবীতে যখন সকলেই সি সেকশন পদ্ধতিতে আরাম করে সন্তানের জন্ম দিতে চায়, তখন আমার মেয়ে বেছে নিয়েছিল স্বাভাবিক প্রসব পদ্ধতি। আমার মনে আছে, কী ভাবে হাসপাতালে নার্স থেকে শিশুরোগ বিশেষজ্ঞ সকলেই বলেছিলেন অবিশ্বাস্য ভাবে আথিয়া পুরোটা সামলেছে। এটা বাবা হিসাবে এটা আমাকে নাড়া দিয়েছে। মনে হয়েছিল, ‘বাহ আমার মেয়ে তৈরি’।” সুনীল জানিয়েছেন, এক বারের জন্যও আথিয়া বুঝতে দেননি তিনি ক্লান্ত।