গম্ভীরের ‘টেম্পল রান’

IMG-20250518-WA0261

নয়াদিল্লি: ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে ভক্তিরসে ডুবে টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর। ১৫ মে তিনি গিয়েছিলেন মুম্বইয়ের শ্রীসিদ্ধিবিনায়ক গণপতি মন্দিরে। আর এদিন সপরিবারে তাঁকে দেখা গেল তিরুমালায় ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রার্থনা করতে। সাদা রঙের কুর্তা পরে দেখা যায় গম্ভীরকে। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী নাতাশা জৈন এবং তাঁদের দুই মেয়ে আজিন এবং আনাইজা। ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের ভিডিও দ্রুত সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও নেটিজেনরা তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি। একজন লেখেন, ‘গম্ভীর সাহেব সবসময় গম্ভীর পরিস্থিতিতেই রয়েছে বলে মনে হচ্ছে।’ সেই নেট নাগরিক হয়তো ‘গম্ভীর পরিস্থিতি’ বলতে বর্তমান সময়কেই তুলে ধরেছেন। সামনেই টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফর। সেই সিরিজে রীতিমতো অ্যাসিড টেস্টের সামনে পড়তে হতে পারে গৌতম গম্ভীরকে। ইংল্যান্ডের সিমিং উইকেটে রোহিত, কোহলিকে ছাড়া ভারতীয় দল কতটা সফল হয় ভারতীয় ব্যাটাররা, সেই দিকেও নজর থাকবে। অনেকেই বলছেন, ইংল্যান্ড সিরিজে যাতে তিনি উতরে যান, সেই কারণে ‘টেম্পল রান’ করছেন গম্ভীর।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement