রোহিতের জায়গায় টেস্টে অধিনায়ক কে, জল্পনা তুঙ্গে। টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী চান তরুণ কাউকে। যেমন গিল বা পন্থের মধ্যে কাউকে অধিনায়ক চাইছেন তিনি। কিন্তু চাইছেন না বুমরাকে। শাস্ত্রীর কথায়, ‘অস্ট্রেলিয়ায় দুরন্ত পারফরম্যান্সের পর বুমরা অটোমেটিক চয়েস। কিন্তু আমি বলব বুমরাকে অধিনায়ক করলে বোলার বুমরাকে হারাতে হবে।’