পহেলগাঁও: পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সাম্প্রতিক জঙ্গি হামলার পর জম্মু-কাশ্মীর জুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। রাজ্য তদন্ত সংস্থা কুপওয়ারা, শ্রীনগর, গন্দেরবল এবং বারামুল্লা-সহ কাশ্মীর উপত্যকার অন্তত ১০টি স্থানে তল্লাশি চালাচ্ছে।তবে শনিবার দুপুর পর্যন্ত এই তল্লাশি অভিযান থেকে এখনও পর্যন্ত কোনও গ্রেপ্তার বা বাজেয়াপ্তির খবর মেলেনি। নিরাপত্তা সংস্থার তরফে জানানো হয়েছে, ২২ এপ্রিলের পহেলগাঁও হামলার পর দক্ষিণ কাশ্মীরের নির্দিষ্ট এলাকায় টার্গেট অভিযান চালানো হচ্ছে। গত তিন দিনে মোট ৬ জঙ্গি খতম হয়েছে।মঙ্গলবার শোপিয়ানের কেল্লার এলাকায় ও বৃহস্পতিবার পুলওয়ামার ত্রালের নাদারে দু’টি পৃথক এনকাউন্টারে তিনজন করে মোট ছয়জন জঙ্গি নিহত হয়। নিহতদের মধ্যে অন্যতম ছিল শাহিদ কুট্টে, যিনি একাধিক হামলার সঙ্গে যুক্ত ছিল। এর মধ্যে রয়েছে ২০২৩ সালের ১৮ মে শোপিয়ানের হীরপোরায় এক সর্পঞ্চকে হত্যা এবং ৮ এপ্রিল ডেনিশ রিসর্টে গুলির ঘটনায় দুই জার্মান পর্যটক ও একজন ড্রাইভার আহত হওয়ার ঘটনা।
২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের লক্ষ্য করে হামলা চালায় একদল জঙ্গি, যাদের মধ্যে পাকিস্তানি ও স্থানীয় লস্কর-ই-তৈবা সদস্য ছিল বলে জানা গেছে। অভিযুক্তরা এখনও পলাতক।