ফের বাংলাদেশ সীমান্তে গ্রেপ্তার জাল আধার কার্ড চক্রের দুই পান্ডা

IMG-20250517-WA0223

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার বারোমাসিয়া এলাকা থেকে জাল আধার কার্ড তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন সানাউল্লাহ শেখ (৩২), পিতা লায়েবউদ্দিন শেখ এবং আনোয়ার রহমান (৩০), পিতা নাফিজুর রহমান।১৬ মে ২০২৫ তারিখ রাতে, এসআই সেরাজুস-এর নেতৃত্বে পুলিশি অভিযান পরিচালিত হয়। তথ্য পাওয়ার পর রাত ৯:৫৫ টার সময় নরসিংহপুর বাজারে অবস্থিত সানাউল্লাহ শেখের দোকানে অভিযান চালানো হয়। এরপর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে রাত ১০:০৫ থেকে ১০:৩৫ পর্যন্ত দোকানে তল্লাশি চালিয়ে নিম্নলিখিত সামগ্রী উদ্ধার করা হয়:দুটি ল্যাপটপ (একটি এইচপি ও একটি লেনোভো)একটি এপসন প্রিন্টারদুটি স্মার্টফোন ও চারটি সিম কার্ড,তিনটি প্রিন্ট করা জাল আধার কার্ড.দুটি এপসন স্ক্যানারপুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেছে যে তারা তাদের কিছু সহযোগীর সঙ্গে মিলে প্রতি জাল আধার কার্ড তৈরির জন্য ৫,০০০ থেকে ৬,০০০ টাকা নিত। তদন্তের স্বার্থে এখনই সহযোগীদের নাম প্রকাশ করা হচ্ছে না।উল্লেখ্য, ধৃত দুই অভিযুক্তকে আজ ৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রে আরও কেউ জড়িত কি না এবং অতিরিক্ত জাল কার্ড রয়েছে কি না, তা জানার জন্য তদন্ত জারি রয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement