বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত গত ২৪ ঘণ্টা উত্তপ্ত ছিল বিকাশ ভবন চত্বর। বৃহস্পতিবার রাতে পুলিশি লাঠিচার্জ এবং সরকারের উদাসীন মনোভাবের বিরোধিতায় শুক্রবার রাজ্যজুড়ে ‘ধিক্কার দিবস’ পালনের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। শুক্রবার তাঁদের ডাকা ‘ধিক্কার সভা’য় শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী এবং সজল ঘোষ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে চাকরিহারাদের উদ্দেশে বলেন, ”আপনাদের শুধু কাজ সহ্য করা আর ধৈর্য রাখা। বাকি আমরা আপনাদের সঙ্গে আছি। শর্তহীনভাবে পাশে থাকবে আমার দল।”
তিনি বলেন, আমি আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। বক্তব্য রাখার জন্য নয়। আমি এখানে কোনও পূর্ব শর্তে আসিনি। নবান্ন এই সমস্যার জন্য দায়ী। বিরোধী দলনেতা রাজনৈতিক পদ। বিধানসভার ভেতরে বা বাইরে যেকোনও বঞ্চনা, সমস্যা নিয়ে পাশে দাঁড়ানো কাজ। সুপ্রিম কোর্ট বার বার যোগ্য ও অযোগ্য আলাদা করতে বলেছে। উত্তর প্রদেশ, গুজরাটের কথা এখানে তুলে ধরা কাজ নয়। এসএসসি চেয়ারম্যান ল্যাম্পপোস্ট।
শুভেন্দু বলেন, ”আপনারা যদি লক্ষ্য অবিচল থাকেন আর আপনাদের মধ্যে যদি সঙ্কীর্ণতা বা রাজনৈতিক দলাদলি না আসে, তাহলে এই লড়াই জেতা থেকে কেউ আটকাতে পারবে না।”
তিনি বলেন, ‘‘সহ্য এবং ধৈর্য রাখবেন। জয় আপনাদের হাতের কাছে।’’