ফেব্রুয়ারী মাসে হাওড়া আন্দুল রোডে ১০ বছরের বালিকা রুক্মিণী রায় দুর্ঘটনায় ব্যাপক ভাবে আঘাত পান। স্কুল থেকে বেরোনোর পর দুর্ঘটনায় তাঁর শরীরে বিভিন্ন জায়গায় চোট লাগে। প্রায় দেড় মাস হাওড়ার বেসরকারি নারায়না হাসপাতালে ওই নাবালিকার চিকিৎসা চলার পর বর্তমানে তিনি কিছুটা সুস্থ রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এই বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে হাসপাতালের পেডিয়াট্রিক কনসালটেন্ট চিকিৎসক গৌতম চক্রবর্তী জানান, দুর্ঘটনার পর ১২ গোল্ডেন আওয়ার আমাদের কাছে খুব চ্যালেঞ্জ। দুর্ঘটনায় এমন আঘাত পেয়েছিল যেখানে প্রস্রাবের জায়গায় ইনফেকশন তৈরী হয়েছিল। বুকের হাড় ভেঙে গেছিল। হাসপাতালের প্রতিটি বিভাগ খুব সাবধানতার সঙ্গে সার্জারি করেছে। প্রায় দেড় মাস চিকিৎসার পর এখন কিছুটা হাঁটতে পারছে বলে চিকিৎসক জানান। গোল্ডেন পিরিয়ড কেটে গেলেও ইউরিনে ব্লকেজ নিয়ে চিন্তা ছিল। তবে কিছু দিনের মধ্যে সক্ষম ভাবে হাঁটা চলা করতে পারবেন বলে উল্লেখ করা হয়।
এদিন সাংবাদিক বৈঠকে হাসপাতালের ফেসিলিটি ডিরেক্টর তপানি ঘোষ জানান, এই জরুরিকালীন পরিস্থিতিতে রোগীর পরিবারের জন্য বিভিন্ন স্বাস্থ্য সাথীর পরামর্শ দেন। একইসঙ্গে উল্লেখ করেন নারায়না হাসপাতাল আগামী দিনে একটি স্বাস্থ্য স্কিম চালুর পরিকল্পনা করছে।