পহেলগাঁও সন্ত্রাসের পর গর্জে উঠেছিলেন। ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুরের পর ‘জয় মহাকাল’ ধ্বনি দিয়ে সেনাবাহিনীর জয়গান গেয়েছিলেন। এবার ভারত-পাক সংঘাতের আবহে আবারও দেশের অতন্দ্রপ্রহরী জওয়ানদের উৎসর্গ করে এক নতুন কাজ করলেন অক্ষয় কুমার। আর সেই দেশভক্তির জোরেই আরও একবার মন জয় করে নিলেন বলিউড খিলাড়ি। গতবছরই ‘কানাডিয়ান কুমার’ তকমা ঘুচিয়ে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন অক্ষয় কুমার। তার জন্য কম কাঠখড় পোহাতে হয়নি অভিনেতাকে। দীর্ঘ কয়েক বছর অপেক্ষা করতে হয়েছে তাঁকে দেশের নাগরিকত্ব প্রাপ্তির জন্য। তবে ভারতীয় পরিচয়পত্র না থাকলেও বলিউডের পর্দায় বরাবর দেশমাতৃকার জন্য নিজেকে সঁপে দিয়েছেন অক্ষয় কুমার। আর বর্তমানে যখন দেশের জন্য সীমান্তে জীবন বাজি রেখে প্রতিনিয়ত লড়ে যাচ্ছে সেনাবাহিনী, তখন তাঁদের উৎসর্গ করে তেরঙ্গা ওড়ালেন বলিউড খিলাড়ি। নিজের সোশাল মিডিয়ার প্রোফাইল ছবিটাই বদলে দিয়েছেন তিনি। ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে অক্ষয় কুমারের এক্স হ্যান্ডেল, সর্বত্র উঁকি দিলেই চোখে পড়বে ‘ডিপি’তে জ্বলজ্বল করতে থাকা ভারতীয় পতাকা। আবারও তিনি বুঝিয়ে দিলেন শুধু পর্দায় নয়, বাস্তবেও তিনি ‘সচ্চা দেশভক্ত’। অক্ষয়ের এমন পদক্ষেপে প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুরাগীমহল। কেউ বলছেন, প্রোফাইলে তেরঙ্গা। মনে ভারত। আবারও দেশপ্রেমের উদাহরণ তৈরি করলেন অক্ষয়। আবার কেউ বা মনোজ কুমারের যোগ্য উত্তরসূরী বলে প্রশংসা করে ‘ভারত কুমার ২’ বলেও সম্বোধন করলেন।









