নয়াদিল্লি: লাল বলের ক্রিকেটে বিরাট কোহলি অবসর নেওয়ার পর অনেকেই বলছেন পরোক্ষে এর নেপথ্যে রয়েছে গম্ভীরের হাত। দু’জনের ব্যক্তিগত সম্পর্ক যে খুব একটা মধুর নয়, সেটা কমবেশি সকলেই জানেন। কেউ কেউ তো আবার কোহলির অবসরের পর একে ‘গম্ভীর যুগ’ শুরু বলে অবিহিত করেছেন। আর এই আবহে টিম ইন্ডিয়ার হেডকোচকে দেখা গেল মুম্বইয়ের শ্রীসিদ্ধিবিনায়ক গণপতি মন্দিরে, প্রার্থনা করতে। এদিন সস্ত্রীক তিনি গণপতি মন্দিরে যান। ইতিমধ্যেই এই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল। সামনেই টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফর। যদিও সেই সফরে রীতিমতো অ্যাসিড টেস্টের সামনে পড়তে হতে পারে গৌতম গম্ভীরকে। ইংল্যান্ডের সিমিং উইকেটে রোহিত, কোহলিকে ছাড়া ভারতীয় দল কতটা সফল হয় ভারতীয় ব্যাটাররা, সেই দিকেও নজর থাকবে। যদিও ভাইরাল হওয়া ভিডিওয় অনেক নেটিজেনই ক্ষোভ উগরে দিয়েছেন। একজনের কথায়, ‘বিরাটের অবসরের সময় যে রাজনীতির খেলা তিনি খেলেছেন, তার জন্য লজ্জা হয়।’ বোঝাই যাচ্ছে যে, লাল বলের ক্রিকেট থেকে কোহলির বিদায়কে মেনে নিতে পারেননি অনেকেই। সূত্রের খবর, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলেন কোহলি। সেই তালিকায় ছিলেন নির্বাচক প্রধান অজিত আগরকরও। জানা গিয়েছে, বর্তমান ম্যানেজমেন্টের অধীনে পর্যাপ্ত স্বাধীনতা পাচ্ছিলেন না কোহলি। তাছাড়া গম্ভীর পূর্ববর্তী জমানায় ড্রেসিং রুমে যে পরিবেশ ছিল, সেটাও নাকি উধাও। এই আকস্মিক ‘পরিবর্তন’ কোহলির টেস্ট অবসরকে ত্বরান্বিত করেছে বলে খবর।