দিনহাটা: রেশনের সামগ্রী ঠিক মত না দেওয়ায় প্রতিবাদ করায় এক গ্রাহককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে দিনহাটা দুই ব্লকের বামনহাট ১ গ্রাম পঞ্চায়েতের উত্তর লাউচাপড়া গ্রামে। আক্রান্ত ওই রেশন গ্রাহকের নাম হরিকান্ত যাদব। তার বাড়ি বামনহাটের উত্তর লাউচাপড়া এলাকায়। যদিও অভিযুক্ত রেশন ডিলার তপন পাল উল্টো রেশন গ্রাহকের বিরুদ্ধেই অভিযোগ তুলে বলেন,”আমাকে হেনস্তা করা হয়েছে, তারই প্রতিবাদ করেছি। মারধরের কোন ঘটনাই ঘটেনি।”উল্লেখ্য, দিনহাটা দুই নম্বর ব্লকের বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর লাউচাপড়া এলাকার রেশন ডিলার তপন পালের বিরুদ্ধে রেশন সঠিকভাবে না দেওয়ার একাধিক অভিযোগ ইতিমধ্যেই উঠেছে। শুধু তাই নয় তিনি গ্রাহকদের সাথে দুর ব্যবহার করে থাকেন। গ্রাহকদের অনেকেই ইতিমধ্যে সেখান থেকে তাদের রেশন কার্ড অন্যত্র ছড়িয়ে নিয়ে যেতেও শুরু করেছেন। ওই রেশন ডিলার সঠিকভাবে রেশন গ্রাহকদের রেশনের সামগ্রী সঠিকভাবে দিচ্ছেন না এমনটাই অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা। এদিন রেশন গ্রাহক হরিকান্ত যাদবের উপর রেশন ডিলারের মারধোরের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গিয়েছে, দিনহাটায় ২ ব্লকের বামনহাট ১ গ্রাম পঞ্চায়েতের উত্তর লাউচাপরা এলাকার রেশন ডিলার তপন পাল। তিনি গ্রাহকদের রেশনের মালপত্র সঠিকভাবে সরবরাহ করেন না বলে অভিযোগ। এর ফলে প্রায়ই ওই দোকানে গ্রাহকদের সাথে বচসার ঘটনা ঘটে। এদিন উত্তর লাউচাপরা এলাকার বাসিন্দা হরিকান্ত যাদব রেশনের দোকানে যান নিজের প্রাপ্য রেশনের জিনিসপত্র নিতে। সেই সময় তার সঙ্গে রেশন ডিলার তপন পালের বচসা শুরু হয়। রেশন ডিলার তপন পাল তার রেশন কার্ড মাটিতে ছুড়ে ফেলে দেন।এর প্রতিবাদ করলে রেশন ডিলার এবং তার ছেলে মিলে রেশন গ্রাহক হরিকান্ত যাদবকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বিষয়টি দেখে আশপাশের মানুষজন ছুটে আসে এবং রেশন ডিলারের হাত থেকে হরিকান্ত যাদবকে রক্ষা করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আক্রান্ত হরিকান্ত যাদব বলেন, আমি রেশনের সামগ্রী তুলতে গিয়েছিলাম, রেশন ডিলার আমার রেশন কার্ড ছুড়ে ফেলে। এরপর আমাকে রেশন ডিলার তপন পাল এবং তার ছেলে মিলে আমাকে মারধর করে। যদিও অভিযুক্ত রেশন ডিলার তপন পাল বলেন, রেশন গ্রাহক হরিকান্ত যাদব যে অভিযোগ করেছেন তা মিথ্যা। উল্টো তিনি আমার উপর চড়াও হয় এবং আমাকে মারধর করে।