ধান ঝাড়ার কাদা রাস্তায়, খণ্ডঘোষের উপপ্রধানের উদ্যোগ

IMG-20250514-WA0224

পূর্ব বর্ধবমানের গ্রামীণ এলাকায় ধান ঝাড়ার পর কাদা মাটি রাস্তায় পড়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনা বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন কৈশর, আলিপুর, নুরপুর ও নিশ্চিতপুরের বাসিন্দারা।এই পরিস্থিতিতে সমস্যা সমাধানে এগিয়ে এলেন খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ হাসানুজ্জামান (টুটুল ভাই)। তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে পিচ রাস্তা থেকে কাদা মাটি পরিষ্কার করার উদ্যোগ নেন।উপপ্রধান হাসানুজ্জামান জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সাধারণ মানুষের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের অসম্মান না করে দলীয়ভাবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিয়েছেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement