হাওড়া: ফিউচার ফর নেচার ফাউন্ডেশন- র তরফ থেকে আজ একটি নাবালিকা বিবাহ রোধ করা হয়েছে। ফিউচার ফর নেচার ফাউন্ডেশন সংগঠনের সম্পাদক শুভ্রদীপ ঘোষ গোপন সূত্রে খবর পেয়ে সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করেন মহিষাদল থানায়, জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ও চাইল্ড হেল্প লাইনে।ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার মায়াচর গ্রামে। যেখানে একটি ১৬ বছর বয়সী কন্যার বিবাহ ২৮ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে ঠিক করা হয়েছিল। ওই কিশোরী সদ্য মায়াচর হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।প্রশাসনের সক্রিয় সহযোগিতায় আজ সকালে বিবাহটি বন্ধ করা হয়।গত এক মাসে ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের উদ্যোগে এটি তৃতীয় নাবালিকা বিবাহ রোধের সাফল্য। এই সাফল্যে খুশি সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। ফিউচার ফর নেচার ফাউন্ডেশন সংগঠনের সম্পাদক শুভ্রদীপ ঘোষ জানান, “আমরা দীর্ঘদিন ধরে বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে লড়াই করছি। আমাদের সদস্য ও স্বেচ্ছাসেবকরা হাওড়া জেলার প্রায় প্রতিটি গ্রামে সচেতনতা বৃদ্ধি ও নজরদারি চালাচ্ছেন। যার ফলে এমন সাফল্য সম্ভব হচ্ছে। আগামী দিনে মায়াচর হাই স্কুলে এবং আশেপাশের এলাকায় সচেতনতা শিবির ও প্রচারমূলক কর্মসূচির মাধ্যমে বাল্যবিবাহ ও মানব পাচার রোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।