নয়াদিল্লি: সোমবারই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি। যে সিদ্ধান্ত নিয়ে চর্চা চলছে সারা দেশে। কিংবদন্তি ক্রিকেটারের সিদ্ধান্ত নিয়ে যখন উত্তাল দেশ, তখনই সোমবার বিরাট ও তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মাকে দেখে যায় বিমানবন্দরে। কোথায় তিনি যেতে পারেন, তা নিয়ে নানা জল্পনাও চলছিল। মঙ্গলবার জানা গেল, বিরাটদের গন্তব্যস্থল ছিল বৃন্দাবন। সেখানে বিরাট ও অনুষ্কা যান প্রেমানন্দ মহারাজের আশীর্বাদ নিতে। আবার মুম্বই বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায় বিরাট-অনুষ্কাকে। যেখানে ভক্তরা এবং সাংবাদিকরা ঘিরে ধরেন বিরাটকে। ভিড়ের মধ্যে থেকে এক জন বলে ওঠেন, ‘‘আপনি কেন অবসর নিলেন? আপনার জন্যই টেস্ট ক্রিকেট দেখতাম। এখন আর দেখব না।’’ পঞ্জাব কিংস দলের কর্ণধার ও বলিউডের অভিনেত্রী প্রীতি জ়িন্টাও মনে করেন, বিরাট অবসর নেওয়ার ফলে ক্রিকেট আর আগের মতো থাকবে না। তিনি মঙ্গলবার টুইট করেন, ‘‘বিরাটের জন্যই আমি টেস্ট ক্রিকেট দেখতাম। ও অবসর নেওয়ায় টেস্ট ক্রিকেট আগের মতো থাকবে না।’ এর মধ্যেই বিরাটের অবসর নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করে বসলেন শরণদীপ সিংহ। যিনি দিল্লি রঞ্জি দলের কোচ এবং প্রাক্তন জাতীয় নির্বাচক। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, বিরাট টেস্ট থেকে অবসর নেওয়ার কোনও ইঙ্গিত দিয়েছিলেন কি না রঞ্জি খেলার সময়!শরণদীপের উত্তর, ‘‘না, একদমই না।’’ সংবাদ সংস্থা পিটিআইকে প্রাক্তন টেস্ট ক্রিকেটার শরণদীপ আরও বলেছেন, ‘‘বিরাট তো রঞ্জিতে লাল বলের ক্রিকেটর প্রস্তুতিই নিতে এসেছিল। যার মানে ওর অবসরের ভাবনা ছিল না। আমাদের সঙ্গে ইংল্যান্ড সিরিজ়ের টেস্ট ম্যাচ নিয়েও কথা বলেছিল। যার মানে, ওর ওখানে খেলার ভাবনা ছিল।’’ শরণদীপ আরও আরও জানিয়েছেন, এ বার ইংল্যান্ড সফরে নাকি শতরানও করতে চেয়েছিলেন বিরাট। বলেছেন, ‘‘এ বার বিরাটের ভাল প্রস্তুতি হয়েছিল। ও বলেছিল, যতগুলো সম্ভব শতরান করবে। যেমনটা ২০১৮ সালে করেছিল ইংল্যান্ড সফরে।’’ প্রাক্তন অফস্পিনার যোগ করেন, ‘‘ভেবেছিলাম, ইংল্যান্ড সফরে ওকে খেলতে দেখা যাবে। ইংল্যান্ড সফর অনেক কঠিন পরীক্ষা। জানি না ওকে ছাড়া ভারতীয় দল কী ভাবে সবকিছু সামলাবে।’’