মালদা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির অর্থানুকূল্যে যাত্রী প্রতীক্ষালয়ের শিলান্যাস হল। এদিন এই শিলান্যাস কর্মসূচি চোখে পড়ে ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি অঞ্চলের তারাকালী মোড়ে। ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল নারকেল ফাটিয়ে যাত্রী প্রতীক্ষালয়ের কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কোতুয়ালি অঞ্চলের উপপ্রধান প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব জানান, কোতুয়ালি তারাকালী মোড় এলাকায় বহু মানুষ যানবাহন ধরতে আসেন। কিন্তু কোন যাত্রী প্রতীক্ষালয় না থাকায় মানুষজন সমস্যায় পড়ছিলেন। সেই সমস্যার কথা স্থানীয় উপপ্রধান তার গোচরে তুলে ধরেছিলেন। তাই তিনি পঞ্চায়েত সমিতির পঞ্চম অর্থ কমিশন থেকে আড়াই লক্ষ টাকা বরাদ্দে আজ যাত্রী প্রতীক্ষালয়ের কাজের শিলান্যাস করলেন।