প্রতিশ্রুতিও তৈরি হয়নি সেতু!বাঁশের সাঁকো তৈরী গ্রামবাসীদের

IMG-20250512-WA0255

বানারহাট: বার বার প্রশাসনকে জানিয়ে কোনও লাভ হয়নি। মিলেছে শুধুই প্রতিশ্রুতি। বর্ষা এলেই মাথায় হাত পড়ে যায় কাশি তারি ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দাদের। কী ভাবে পারাপার করবেন তাই ভাবতে পারেন না তাঁরা। প্রতিশ্রতি দেওয়া হলেও সেতু আর তৈরি হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। তাই বর্ষার সময় বাধ্য হয়ে খালের জল পেরিয়ে পারাপার করতেন গ্রামের প্রায় ৫০ জন পরিবারের বাসিন্দারা। আর প্রশাসনের তরফে সেতুর নির্মাণে কোনও উদ্যোগ না নেওয়ায় বাধ্য হয়ে এবার গ্রামবাসীরা নিজেরাই গড়লেন বাঁশের সাঁকো সেতু তৈরিতে যুক্ত থাকা শ্রমিক বলেন। দীর্ঘদিন যাবৎ সেতুর দাবিতে স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধিদের বিষয়টি জানালো তারা কোন ভূমিকা পালন না করায় তাই বাধ্য হয়ে এলাকার বাসিন্দারাই নিজের উদ্যোগে সেই বাঁশের সাঁকো নির্মাণ করলেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement